Monday, 10 March 2025, 09:40 AM

গাজায় ইসরায়েলি হামলায় ১০০ ফিলিস্তিনি নিহত

ইসরায়েলি হামলায় গাজায় এক দিনে আরও ১০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৪৪ হাজার ৩৮২-তে পৌঁছেছে।

ইসরায়েলি বাহিনী উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে ভয়াবহ বিমান হামলা চালিয়ে কমপক্ষে ৪০ ফিলিস্তিনিকে হত্যা করেছে। এতে শনিবার গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ১০০-তে পৌঁছেছে। এর আগে খান ইউনিসে ইসরায়েলি বিমান হামলায় ত্রাণের অপেক্ষায় থাকা অন্তত ১২ ফিলিস্তিনি এবং ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন ও সেভ দ্য চিলড্রেনের চারজন কর্মী নিহত হন।  

samakal

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P