তুষার আহম্মেদ: গাজীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-১৫৭৩) এর নতুন কার্যকরী পরিষদ ঘোষণা করা হয়েছে।
শুক্রবার বিকেলে কালিয়াকৈর বাস টার্মিনালে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ হুমায়ূন কবির খান আনুষ্ঠানিকভাবে এই কমিটি ঘোষণা করেন।নতুন কার্যকরী পরিষদে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ মিনার উদ্দিন এবং সাধারণ সম্পাদক হয়েছেন মোঃ হুমায়ূন কবির খান।
এছাড়া কার্যকরী সভাপতি মোঃ রমজান আলী খান, সিনিয়র সহ-সভাপতি হাজী মোঃ আলমাছ উদ্দিন, সহ-সভাপতি-১ মোঃ আলমাছ উদ্দিন, সহ-সভাপতি-২ হাজী সাবু খান, সহ-সভাপতি-৩ হাজী রয়েল আহমেদ (বেপারী)।যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান মোঃ জসিম উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক-১ মোঃ আবজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল রশিদ, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম উদ্দিন, সড়ক সম্পাদক মোঃ কিরণ মাহমুদ, কোষাধ্যক্ষ বাবু নিবাস চন্দ্র, দপ্তর সম্পাদক মোঃ শহিদুল ইসলাম শহিদ, প্রচার সম্পাদক মোঃ সাগর আলী, সহ-কোষাধ্যক্ষ সৈয়দ পাভেলুর রহমান, সহ-প্রচার সম্পাদক মোঃ আজমত আলী, সহ-সড়ক সম্পাদক মোঃ ফারুক বকসী (লিওবকসী)।সদস্য পদে রয়েছেন মোঃ আব্দুল মিয়া (সদস্য-১), মোঃ ফারুক আহমেদ, (সদস্য-২) এবং মোঃ আক্কাছ আলী (সদস্য-৩)।নতুন দায়িত্ব পাওয়ার পর সভাপতি মোঃ মিনার উদ্দিন বলেন।
গাজীপুর জেলার সড়ক পরিবহন শ্রমিকরা আমাদের শক্তি। তাদের অধিকার নিশ্চিত করা, কল্যাণমূলক কার্যক্রম বাড়ানো এবং সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা আমাদের প্রধান লক্ষ্য। আমরা ঐক্যবদ্ধভাবে শ্রমিকদের স্বার্থ রক্ষায় কাজ করব।নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ হুমায়ূন কবির খান বলেন,"এই ইউনিয়ন শুধু একটি সংগঠন নয়, এটি আমাদের পরিবারের মতো।
শ্রমিকদের সমস্যার সমাধানে, নিরাপত্তা নিশ্চিত করতে এবং তাদের জীবনমান উন্নত করতে আমরা নিরলসভাবে কাজ করব। আমাদের লক্ষ্য ইউনিয়নকে আধুনিক, স্বচ্ছ এবং জবাবদিহিমূলক একটি প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা।
সংগঠনের নেতৃবৃন্দ জানিয়েছেন, নতুন কার্যকরী পরিষদ সড়ক পরিবহন খাতে শ্রমিকদের স্বার্থ রক্ষা, প্রশিক্ষণ কার্যক্রম বৃদ্ধি ও কল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেবে।