Friday, 05 December 2025, 05:41 PM

সৈয়দপুরে শতাধিক অসহায় লোককে গোপনে সাহায্য করছে একটি...

জয়নাল আবেদীন হিরো,নীলফামারী জেলা প্রতিনিধিঃ

নীলফামারীর সৈয়দপুর উপজেলার এলাকার অসহায় লোককে গোপনে সাহায্য করছে একটি সেবা পরিবার ৷ সাহায্যের মধ্যে চাল ,ডাল ,তেল,আটা,নগদ টাকা,কম্বল ও রান্না করা খাবারসহ বিভিন্ন পণ্য সামগ্রী ৷ প্রায় কয়েক বছর ধরে চলছে এসব সাহায্য ৷ প্রতি মাসের প্রথম শুক্রবার এসব সামগ্রী বিতরণ করা হয় ৷ আজ শুক্রবার সকালে এসব বিতরণ করা হয় ৷ কিন্তু তাঁরা এসব বিতরণ কাউকে বা মিডিয়ায় প্রকাশ করেন না ৷ অতি গোপনে এসব বিতরণ করা হয় ৷ তাঁদের বক্তব্য মানুষকে দেখানোর জন্যে এসব করি না ৷ আল্লায় দেয় আর আল্লাহ্‌র সন্তুষ্টি লাভের জন্য করি ৷ মানুষকে দিলে কমে না বরং আরো বেশি হয় ৷ মানুষের জন্য কিছু করতে পারছি এটাই সবচেয়ে বড় পাওয়া ৷ আমৃত্যু পর্যন্ত মানুষের সেবা করতে চাই ৷ শহরের কয়ানিজ পাড়ার পরিবারটির বসবাস ৷ বিতরণের সময় হঠাৎ আমার যাওয়া ৷ বিতরণের সময় পরিবারের এক সদস্যকে এক প্রকার জোর করে একটি ছবি তোলা হয় ৷ ১০০ টাকার মাল বিতরণে ৫০ জনের ছবি ফেসবুকে দেখি ৷ অথচ এই পরিবারটি মানবসেবায় নজির বিহীন দৃষ্টান্ত স্থাপন করছে ৷ আমরা চাই এদের থেকে শিক্ষা নিয়ে সমাজের বৃত্তবানরা হতদরিদ্রদের পাশে দাড়াক ৷ সৈয়দপুরবাসীর পক্ষ থেকে পরিবারটির প্রতি রইল দোয়া ও শুড কামনা ৷


// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P