কাওছার হামিদ, কিশোরগঞ্জ, নীলফামারী: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গ সহযোগি সংগঠনের উদ্দোগে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ইফতার ও দোয়া মাহফিল রবিবার (২৩মার্চ২০২৫) ইং তারিখে অনুষ্ঠিত হয়েছে।
গাড়াগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি সদস্য সহিদুল ইসলামের সভাপতিত্বে উক্ত ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আব্দুল গফুর সরকার, সাবেক সংসদ সদস্য বিলকিস ইসলাম, কিশোরগঞ্জ উপজেলা বিএনপি‘র সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, মাগুড়া ইউনিয়ন বিএনপি‘র সাংগঠনিক সম্পাদক আবুল সানওয়াৎ চৌধুরী বিয়েছ,গাড়াগ্রাম ইউনিয়ন বিএনপি‘র সাধারণ সম্পাদক রাজিউল ইসলাম বাবু, যুবদলের সভাপতি রাজু, সাধারণ সম্পাদক লিখন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহাগ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা দেবাশীষ, মহিলা দলের নেত্রী রোকসানা হক সাথী, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, গাড়াগ্রাম ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আরিফুল ইসলাম আরিফ, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সুরুজ খান, উপজেলা ছাত্রদলের আহবায়ক জুবাইদ ইবনে রুবেল ও মাগুড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি লিমন বসুনিয়া প্রমূখ। ইফতার ও দোয়া মাহফিলে বিএনপি অঙ্গ সহযোগি সংগঠনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধিজন উপস্থিত ছিলেন।