Thursday, 29 January 2026, 05:22 PM

ঘন কুয়াশায় চাদরে ঢাকা নীলফামারী জেলা সন্ধা হলেই...


কাওছার হামিদ,কিশোরগঞ্জ(নীলফামারী):

ঘন কুয়াশার চাদরে ঢাকা নীলফামারী জেলার ৬ উপজেলা সকাল থেকে দুপুর পর্যন্ত একটু সূর্যের মুখ দেখা গেলেও সন্ধা হওয়ার সাথে সাথেই নেমে আসে প্রচন্ড শীত। প্রচন্ড শীতে শ্রমজীবি মানুষের কাজ কর্মের অনেকটা ব্যঘাত ঘটছে ফলে তাদের জীবন-জীবিকায় নেমে এসেছে চরম হতাশা। গরীব-অসহায় ছিন্নমুল খেটে খাওয়া মানুষ এই প্রচন্ড শীতে কাহিল হয়ে পড়েছে। ফলে ছিন্নমুল মানুষের শীতবস্ত্রের অনেক প্রয়োজন হয়ে দাড়িয়েছে। 


সরকারি ভাবে যে, পরিমান শীতবস্ত্র বিতরন করা হচ্ছে তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। প্রচন্ড শীতে শুধু মানুষ নয় প্রাণী কুলের অবস্থা একেবারেই কাহিল হয়ে পড়েছে।  প্রচন্ড শীতের কারনে গো-খাদ্যের সংকটসহ দাম বাড়িয়ে গেছে। এই শীতে বয়স্ক থেকে শুরু করে শিশু বাচ্চাদের নানা ধরনের রোগ সৃষ্টি হচ্ছে যেমন শ্বাসকষ্ট, ডায়রিয়া ও নিউমোনিয়াসহ নানা ধরনের শীতজনিত রোগ। হাসপাতাল গুলোতে শিশু বাচ্চাদের নিউমোনিয়া ও বয়স্কদের শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হচ্ছে। 


প্রচন্ড শীতে সন্ধা হলেই হাট বাজার গুলোতে জনশূণ্য হয়ে পড়ছে। শ্রমজীবি খেটে খাওয়া দিনমজুর শ্রেণির অনেক মানুষ জানিয়েছে 

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P