কাওছার হামিদ,কিশোরগঞ্জ(নীলফামারী) নোংরা অস্বাস্থ্যকর খোলা পরিবেশে খাদ্য সামগ্রী তৈরীর অভিযোগ উঠেছে রংপুরের গঙ্গাচড়া উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত ফাহিম হোটেল ও রেস্তোরার বিরুদ্ধে।
অভিযোগ সূত্রে জানাযায় ২আগস্ট ২০২৫ইং (শনিবার) বিকালে ওই হোটেলে জাকিয়া আক্তার নামের এক ছাত্রী তার বন্ধু-বান্ধবদের নিয়ে ফাহিম হোটেল ও রেস্তোরায় নাস্তা করার জন্য যান। কিছু খাবে মর্মে বেসিনে হাত ধৌত করার জন্য গেলে বেসিনের পাশে নোংরা খোলা ঢাকনা বিহীন খাদ্য সামগ্রী তৈরীর মালামাল পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি তার সাথে থাকা বন্ধুদের শেয়ার করেন এবং বলেন ভাই তোমরা নাস্তা কর আমি ভাই কিছু খাব না হোটেলের যে নোংরা পরিবেশ দেখলাম তাতে আমার রুচি হচ্ছে না।
সাথে থাকা বন্ধুরা তাকে অনেক চেষ্টা করার পরও একটি চা খাওয়াতে পারেননি। অভিযোগকারী আরো জানান উপজেলা পর্যায়ে এ ধরনের অস্বাস্থ্যকর পরিবেশে তৈরী করা মালামাল দিয়ে খাদ্য সামগ্রী তৈরী করে গ্রাহককে স্বাস্থ্য ঝুতির মধ্যে ফেলছে ওই হোটেল মালিক। বিষয়টি ভোক্তা অধিকার সংরক্ষন কর্তৃপক্ষের দৃষ্টি আর্কষন করছেন এই ভুক্তভোগী। এ বিষয়ে ফাহিম হোটেল ও রেস্তোরার মালিকের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন আমি দোকানে ছিলাম না বিষয়টি দেখতেছি।