Monday, 10 March 2025, 04:10 AM

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী কর্তৃক (জেড-৩০৩০) দেশব্যাপী শত...

মাহমুদুল্লাহ রিয়াদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: আজ রবিবার (০৭ নভেম্বর ২০২২) খ্রিস্টাব্দে সকাল ১০.০০ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয়, ময়মনসিংহের সম্মেলনকক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি কর্তৃক ময়মনসিংহ জেলার ভালুকা-সখিপুর মহাসড়কে (জেড-৩০৩০) নবনির্মিত মল্লিকবাড়ী সেতুসহ দেশব্যাপী শত সেতু’র উদ্বোধন অনুষ্ঠান প্রদর্শিত হয়।


এ-সময়ে উপস্থিত ছিলেন মান্যবর বিভাগীয় কমিশনার জনাব মো: শফিকুর রেজা বিশ্বাস, জনাব দেবদাস ভট্টাচার্য বিপিএম, ডিআইজি, বাংলাদেশ পুলিশ, ময়মনসিংহ রেঞ্জ।


জনাব মোহাম্মদ এনামুল হক, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, ময়মনসিংহ, জনাব মো: নজরুল ইসলাম, সিভিল সার্জন, ময়মনসিংহ, জনাব মো: ওয়াহিদুজ্জামান, নির্বাহী প্রকৌশলী, সড়ক ও জনপথ বিভাগ। এছাড়াও উপস্থিত ছিলেন সরকারী দপ্তরসমূহের প্রতিনিধিবৃন্দ ও সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P