Thursday, 29 January 2026, 05:06 PM

গণসংবর্ধনা মঞ্চে উঠলেন তারেক রহমান

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে রাজধানীর পূর্বাচলের ‘জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে’ (৩০০ ফিটে) এলাকায় পূর্বনির্ধারিত গণসংবর্ধনা মঞ্চে উঠেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আজ বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে বিমানবন্দর থেকে আসা বাস থেকে নেমে গণসংবর্ধনা মঞ্চে উঠেন তিনি। মঞ্চে উঠে তিনি উপস্থিত লাখ লাখ জনতাকে হাত নেড়ে শুভেচ্ছা জানান। সারাদেশ থেকে আসা উচ্ছ্বসিত নেতাকর্মীরা এসময় প্রিয় নেতাকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। 

এর আগে আজ বেলা ১১টা ৪০ মিনিটে তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০২ ফ্লাইটটি ঢাকার শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছায়। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে তিনি লাল-সবুজ রংয়ের বাসে চড়ে গণসংবর্ধনাস্থলে যান। বাসটির সামনে লেখা রয়েছে ‘সবার আগে বাংলাদেশ’।

রাস্তার দুই পাশে সকাল থেকেই বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সাধারণ মানুষ তাকে বরণ করে নিতে দাঁড়িয়েছিলেন। তাদের অভিবাদনের জবাব দিতে তারেক রহমান বাসের ভিতরের ঠিক সামনের দিকে উইন্ডশিল্ডের কাছে দাঁড়িয়ে হাত নেড়ে সবাইকে ধন্যবাদ জানান।

BSSN

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P