বিডি নীয়ালা নিউজ(৭ই মে১৬)-আজিজ খান(গোলাপগঞ্জ, সিলেট প্রতিনিধি): গোলাপগঞ্জের প্রবীণ সমাজসেবী, বাদেপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুর উদ্দিন ইন্তেকাল করিয়াছেন (ইন্নালিল্লাহি………রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। তিনি স্ত্রী, ৬ পুত্র, ২ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল শুক্রবার সকাল ১০টায় আছিরগঞ্জ মাদ্রাসা মাঠে জানাযা শেষে মরহুমের দাফন সম্পন্ন হয়। জানাযার পূর্বে উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন বাদেপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেহান উদ্দিন রায়হান, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মুহিবুর রহমান, উপজেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি ডা. আব্দুল গফুর, আওয়ামীলীগ নেতা তেরাব আলী প্রমুখ।
এদিকে মরহুম নুর উদ্দিনের মৃত্যুতে শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন গোলাপগঞ্জ-বিয়ানীবাজার সংবাদ’র সম্পাদক এডভোকেট মাওলানা রশীদ আহমদ, উত্তর বাদেপাশা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান রেহান উদ্দিন রায়হান, সাবেক চেয়ারম্যান মাস্টার রফিক উদ্দিন, সাবেক চেয়ারম্যান ও বর্তমান চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মুহিবুর রহমান।