Sunday, 22 December 2024, 08:23 AM

গুজবের বৃত্তেই আটকে রইল বিরাট-আনুশকার বিয়ে

ডেস্ক স্পোর্টসঃ বিরাট-আনুশকার প্রেমের খবর নতুন নয়;  আগের কয়েক দফার মতো এবারও শোনা যাচ্ছিল ডিসেম্বরের প্রথম সপ্তাহে তারা বিয়ে করতে যাচ্ছেন।


শোনা গিয়েছিল বিদেশের মাটিতেই গাঁটছড়া বাঁধতে চলেছেন এই জুটি। ইতালিতে আগামী ৯, ১০ ও ১১ ডিসেম্বর তিন দিনব্যাপী নাকি চলবে বিয়ের অনুষ্ঠান। বিয়ে সেরেই দেশে ফিরবে নবদম্পতি।


কিন্তু এ খবর গুজবের বৃত্তেই আটকে রইল।আনুশকার মুখপাত্র বলেছেন, এই খবরের কোনো সত্যতা নেই।


তবে কিছু দিন আগে আনুশকা জানিয়েছিলেন-  ‘বিয়ে তিনি করবেনই কিন্তু কখন সেটি বলতে পারবেন না।’বলিপাড়ায় জল্পনা ছিল- পাপারাজিদের হাত থেকে রেহাই পেতেই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন এই কাপল।


কিছু দিন আগে খবর ছড়িয়েছিল- ২০১৬ সালের ডিসেম্বরে দেরাদুনে এক গোপন অনুষ্ঠানে আংটিবদল হয়ে গেছে বিরাট-আনুশকার।


সেই অনুষ্ঠানে বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন ও ভারতের ধনাঢ্য ব্যবসায়ী আম্বানি পরিবার উপস্থিত ছিলেন বলে খবরে দাবি করা হয়। কিন্তু সেই অনুষ্ঠানের সত্যতাও কেউ স্বীকার করেননি।


 


 


J/N.