Sunday, 22 December 2024, 09:08 AM

গুরু জেমসের নতুন গান ‘বিধাতা’

বিডি নীয়ালা নিউজ(২৪জানুয়ারি১৬)-বিনোদন ডেস্কঃ  শফিক তুহিনের লেখা ও সুরে জেমস দ্বিতীয়বারের মতো গাইলেন চলচ্চিত্রে। ‘সুইটহার্ট’ ছবির জন্য গাওয়া জেমসের নতুন গান ‘বিধাতা’ অডিও ভার্সনটি  ইউটিউবে ভিউ দুই লাখ ছুঁই ছুই।    ‘দেশা-দ্য লিডার’ ছবির শিরোনাম সংগীতের পর তারা জুটি হয়ে তৈরি করলেন ‘বিধাতা’। শফিক তুহিন বলেন, ‘মাত্র ১২ দিনে এতো শ্রোতা গানটি উপভোগ করেছেন জেনে ভালো লাগছে। চলচ্চিত্রের গানে দর্শক সাধারণত ভিডিও দেখতে আগ্রহী। ইউটিউবে এই গানের অডিওটি সেই তুলনায় ভালোই সাড়া ফেলেছে।’


গত ১২ জানুয়ারি টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেলে গানটি উন্মুক্ত করা হয়। ‘সুইটহার্ট’ ছবির পরিচালক ওয়াজেদ আলী সুমন জানান, অচিরেই ‘বিধাতা’ গানটির ভিডিও প্রকাশ করা হবে। ছবিটিতে অভিনয় করেছেন রিয়াজ, বিদ্যা সিনহা সাহা মিম ও বাপ্পী।