Thursday, 29 January 2026, 09:20 PM

হাদির ওপর হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে মশাল মিছিল

কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধিঃ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর সন্ত্রাসীদের গুলির ঘটনায় কিশোরগঞ্জে এনসিপি,গনঅধিকারপরিষদ ও রেড জুলাইয়ের উদ্যোগে মশাল মিছিল অনুষ্ঠিত   শুক্রবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় উপজেলার মিনি স্টেডিয়ামের ফটক থেকে মশাল মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে থানা ফটকে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে শেষ করা হয়।এ সময় বক্তব্য রাখেন এ কে উদার-গনঅধিকার পরিষদ জেলা ছাএ সভাপতি,আব্দুল কাইয়ুম প্রধান সমন্বয়কারী এনসিপি কিশোরগঞ্জ উপজেলা,মোতালেব হোসেন আহবায়ক রেড জুলাই কিশোরগঞ্জ উপজেলা,এ বি মালেক কিশোরগঞ্জ সেচ্ছাসেবক সংগঠন আরোও উপস্হিত ছিলেন,এস এম সুমন বিল্লাহ যুগ্ন সমন্বয়কারী এনসিপি কিশোরগঞ্জ উপজেলা,শাহজাহান বসুনিয়া যুগ্ন সমন্বয়কারী এনসিপি কিশোরগঞ্জ উপজেলা।  মশাল মিছিল শেষে বক্তারা বলেন,জুলাইয়ের অন্যতম শক্তি ওসমান হাদির ওপর হামলা একটি পরিকল্পিত ঘটনা। হামলাকারীদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করতে হবে। বক্তারা অভিযোগ করে বলেন, জুলাই যোদ্ধারা জীবন দিয়ে রক্ত দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণ করেছেন কিন্তু এই দেশে জুলাই যোদ্ধারাই এখন জীবন নিয় শঙ্কিত।আগামী ২৪ ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতার সহ বিচারের আওতায় আনার দাবি তাদের।


// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P