কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধিঃ
নীলফামারীর কিশোরগঞ্জে বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠন সমূহ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর সন্ত্রাসী হামলার ঘটনার প্রতিবাদ জানিয়ে প্রতিবাদ মিছিল করেছে। শনিবার বিকালে তারা প্রতিবাদ মিছিলটি করে।
উপজেলা বিএনপির দলীয় কার্যালয় হতে প্রতিবাদ মিছিলটি বের হয়ে উপশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারো দলীয় কার্যালয়ে এসে তা শেষ হয়। পরে তারা প্রতিবাদ সমাবেশ করে। এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, সাংগঠনিক সম্পাদক ইবনে সাঈদ সুজন, ছাত্রদলের সদস্য সচিব রাসেল প্রামানিক প্রমুখ। এতে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকমর্ীরা অংশগ্রহণ করে।
এর আগে প্রতিবাদ মিছিলে প্রতিবাদী স্লোগানে উত্তাল হয়ে উঠে কিশোরগঞ্জের রাজপথ। ‘হাদির উপর গুলি কেন, প্রশাসন জবাব চাই, হাদিকে গুলি করে-নির্বাচন বানচাল করা যাবে না যাবে না, হাদির উপর হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার চাই’ সহ বিভিন্ন স্লোগানে উত্তাল হয়ে উঠে মিছিলটি।
বক্তারা অবিলম্বে হাদির উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবী জানান।