Friday, 05 December 2025, 11:09 AM

হাসিনার রায় ঘিরে নিরাপত্তা ঝুঁকি নেই; ১৫ হাজার...

ক্ষমতাচ্যুত  সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্রাইম অ্যান্ড অপারেশনস্ বিভাগের অতিরিক্ত কমিশনার এস এন নজরুল ইসলাম।

তিনি বলেন, পুরো রাজধানীর নিরাপত্তায় পুলিশের ১৫ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে।

আজ (সোমবার) রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসের সঙ্গে আলাপকালে এসব কথা জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার নজরুল।

তিনি আরও জানান, রায় ঘিরে রাজধানীতে কোন ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই। নগরবাসী নির্ভয়ে চলাচল করতে পারবেন।

আজ বেলা ১১টার পর রায় পড়া শুরু করবেন আদালত। এ রায় ঘিরে গতকাল (রোববার) থেকেই ঢাকাসহ সারাদেশে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

BSSN

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P