Friday, 11 July 2025, 01:51 PM

হাসনাতের ওপর হামলায় রাতভর পুলিশের সাঁড়াশি অভিযান, আটক...

গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় রোববার জ্যামে আটকে থাকা গাড়িবহরে হামলার শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। এ ঘটনায় রাতভর বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালিয়েছে পুলিশ। হামলার অভিযোগে এখন পর্যন্ত সন্দেহভাজন ৫৪ জনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় এখনও অভিযান চলছে।


সোমবার সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ের সিটিএসবি অ্যান্ড প্রটেকশন বিভাগের সিআইওর  স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।


এতে বলা হয়, যাচাই-বাছাই ও জিজ্ঞাসাবাদ শেষে আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


রোববার সালনার কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় একটি অনুষ্ঠান শেষে ঢাকায় ফিরছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। চান্দনা চৌরাস্তা এলাকায় পৌঁছালে জ্যামে আটকে থাকা অবস্থায় ৪ থেকে ৫টি মোটরসাইকেল যোগে হামলা করা হয় তার গাড়িতে। এতে গাড়ির কাচ ভেঙে যায়। আহত হন হাসনাত। পরে পুলিশ প্রহরায় তাকে ঢাকায় নিয়ে আসা হয়।



গাজীপুর মহানগর পুলিশের কমিশনার নাজমুল করিম খান বলেন, ঘটনার পর থেকে পুলিশের একাধিক দল হামলাকারীদের চিহ্নিত করে গ্রেফতার করতে অভিযান পরিচালনা করছে। আটককৃতদের আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


এদিকে, হাসনাত আব্দুল্লাহর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে অনেক জেলায় বিক্ষোভ মিছিল করেছে এনসিপির নেতাকর্মীরা।


এই হামলার ঘটনায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কিছু শিক্ষার্থী।

jug/n

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P