Saturday, 12 April 2025, 11:40 PM

হাতীবান্ধায় ৪৮ ঘন্টা তিস্তা পাড়ে অবস্থান কর্মসূচির প্রস্তুতি...

আসাদ হোসেন রিফাতঃ নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে 'জাগো বাহে তিস্তা বাঁচাই'কর্মসূচী সফল করতে লালমনিরহাটে হাতীবান্ধায় দেশের বৃহত্তম শেষ প্রকল্প তিস্তা ব্যারেজে সকল প্রস্তুতি শেষ ইতোমধ্যে তিস্তা নদীতে হঠাৎ পানি বৃদ্ধি।

গতকাল শনিবার বিকেল ৩টার পর থেকে তিস্তা ব্যারাজ পয়েন্টে পানিপ্রবাহ বাড়তে শুরু করে। ৪৮ ঘন্টা তিস্তা পাড়ে অবস্থান কর্মসূচি প্রতিহত করতে প্রতিবেশী রাষ্ট্র ভারত পরিকল্পিতভাবে পানি ছেড়ে দিয়ে ষড়যন্ত্র করছে বলে জানিয়েছেন স্থানীয় বিএনপি'র নেতৃবৃন্দ  
পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ ব্যারাজের ছয়টি জলকপাট খুলে দিয়েছে । জেগে উঠা বালুচরের রসুন, পেঁয়াজ, মিষ্টি কুমড়া, বাদামসহ অন্যান্য ফসল নষ্ট হওয়ার আশঙ্কায় রয়েছেন তিস্তা পাড়ের কৃষকরা
আজ রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৮টায় তিস্তা ব্যারাজ পয়েন্টে পানিপ্রবাহ রেকর্ড করা হয়েছে ৫০ দশমিক ১৭ সেন্টিমিটার (স্বাভাবিক ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার)। 

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপ অপারেটর নুরুল ইসলাম বলেন, ভারত থেকে পানি ছেড়ে দেওয়ায় তিস্তা ব্যারাজ পয়েন্টে পানি বাড়ছে। কি পরিমাণ পানি আসবে তা বলা যাচ্ছে না।

তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়নের দাবিতে আগামী ১৭ ও ১৮ই ফেব্রুয়ারি ৪৮ ঘন্টা তিস্তা পাড়ে অবস্থান কর্মসূচি ঘোষণা দিয়েছেন তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। রংপুর বিভাগের ৫টি জেলার লক্ষাধিক মানুষ তিস্তা নদীর দুই পাড়ে সমাগম ঘটিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে।

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P