Friday, 05 December 2025, 08:24 PM

হাটিকুমরুলে মৎস্য আড়তদারদের মানববন্ধন

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল রোড নিউ টাউন মৎস্য আড়তের আয়োজন এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ আগস্ট) বিকেল ৪ টায় সলঙ্গার কুতুবের চর অবৈধ মৎস্য আড়ৎ এর বিরুদ্ধে উত্তরবঙ্গের প্রবেশপথ হাটিকুমরুল রোড গোলচত্বরে এক শান্তিপুর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়।


মানববন্ধনে বক্তারা বলেন,কুতুবের চর অবৈধ মৎস্য আড়ত প্রতিবছর সরকারকে বিপুল পরিমাণে রাজস্ব ফাঁকি দিচ্ছে। একটি কুচক্রী মহল তাদের নিজস্ব স্বার্থ হাছিল করার জন্য সিরাজগঞ্জ রোড নিউ টাউন মৎস্য আড়তটি ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে কুতুবের চরে অবৈধ ভাবে স্থানান্তর করেন। 


হাটিকুমরুল রোড নিউ টাউন মৎস্য আড়ত থেকে সরকার প্রতিবছর ভ্যাট ট্যাক্স সহ প্রায় ১কোটি ৭২ লক্ষ টাকা রাজস্ব পেত। 


বক্তারা আরো বলেন,অবৈধ কুতুবের চর মৎস্য আড়ত থেকে বর্তমানে প্রতিটি মাছের গাড়ি থেকে অবৈধভাবে সমিতির নামে ১০০ টাকা করে চাঁদা আদায় করছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি, দ্রুত অবৈধ কুতুবের চর মৎস্য আড়ত ভেঙে হাটিকুমরুল রোড নিউ টাউন মৎস্য আড়তটি পূনঃপ্রতিষ্ঠা না করলে আমরা আরো কঠিন কর্মসূচি দিতে বাধ্য হব।


এ সময় মানববন্ধনে সিরাজগঞ্জ রোড ( হাটিকুমরুল রোড)  নিউ টাউন মৎস্য আড়ৎ কমিটির পক্ষে বক্তব্য  রাখেন,আব্দুল মজিদ খান,আমিনুল ইসলাম,মেহেদী হাসান ডিউক, শামীম হাসান, রনজু আহমেদ প্রমুখ।

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P