Thursday, 13 March 2025, 12:36 AM

হবিগঞ্জে নিখোঁজ ৪ জন শিশুর মরদেহ মাটি থেকে...

বিডি নীয়ালা নিউজ(১৭ই ফেব্রুয়ারী১৬)-হবিগঞ্জ প্রতিবেদনঃ হবিগঞ্জ জেলার বাহুবলের এক গ্রাম থেকে নিখোঁজ হওয়া ৪ জন শিশুর মরদেহ গ্রামের এক মাঠে থেকে উদ্ধার করা হয়েছে।নিখোঁজ হবার পাঁচ দিন পর এ শিশুদের মরদেহ পাওয়া গেল।

র‍্যাব জানিয়েছে , মরদেহগুলো গলা কাটা অবস্থায় পাওয়া গেছে। সুন্দ্রাটিকি গ্রামের এক মাঠে ওই শিশুদের মরদেহ পুঁতে রাখা ছিল বলে জানিয়েছে র‍্যাব।

গত শুক্রবার এই ৪ জন শিশু তাদের বাড়ির পাশের মাঠে খেলতে গেলে তার পর আর তারা বাড়ি ফেরেনি।

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P