Sunday, 22 December 2024, 08:18 AM

হেলিকপ্টারে করে চাঁদপুর থেকে ঢাকায় আনা হলো পরীকে

বিডি নীয়ালা নিউজ(২ই মার্চ১৬)-বিনোদন ডেস্কঃ হেলিকপ্টারে  করে চিকিৎসার জন্য ঢাকায় আনা হলো পরীমণিকে।


গতকাল বিকেলে চাঁদপুরে ‘স্বপ্নজাল’ ছবির শ্যুটিং করতে গিয়ে আহত হন সময়ের আলোচিত এই অভিনেত্রী।


স্পটে প্রাথমিক চিকিৎসা শেষে চাঁদপুরের একটি ক্লিনিকে এক্সরে করা হয় হাতের। না ভাঙলেও অনেকটা মচকে যায় পরীর হাত।


চিকিৎসকের পরামর্শে সাপোর্টিং ব্যাগে হাত ঝুলিয়ে রাখেন তিনি। কিন্তু মধ্যরাতে পরীমণির শারীরিক অবস্থার অবনতি ঘটে। কারণ ওই ঘটনায় ট্রলি থেকে পড়ে গিয়ে কোমর এবং পিঠেও যথেষ্ট আঘাত পান তিনি। শেষ রাতে প্রচণ্ড ব্যথায় কাতরাতে থাকেন বলে শ্যুটিং ইউনিটের লোকজন জানান।


আজ বুধবার সকালে মেরুদণ্ডের ব্যথা আরও বাড়তে থাকে। শেষ পর্যন্ত অবস্থার অবনতি ঘটলে সকাল সাড়ে ১১টায় হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয় পরীকে।


উল্লেখ্য, গতকাল শ্যুটিং চলাকালে হঠাৎ ব্যালেন্স হারিয়ে চলতি ট্রলি থেকে ছিটকে পড়ে যান পরীমণি। হাতে বেশ ব্যথা পান তিনি। এছাড়া হাঁটু এবং গোড়ালি কেটে যায়।