Sunday, 22 December 2024, 02:06 PM

হেমায়েত উদ্দিন বীর বিক্রমের ইন্তেকালে প্রধানমন্ত্রীর শোক

ডেস্ক রিপোর্টঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বীর মুক্তিযোদ্ধা ও স্বাধীনতা যুদ্ধে হেমায়েত বাহিনীর প্রধান হেমায়েত উদ্দিন বীর বিক্রমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন।
আজ এক শোক বার্তায় প্রধানমন্ত্রী ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে হেমায়েত উদ্দিনের অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
তিনি বলেন, ‘স্বাধীনতা যুদ্ধে একজন মুক্তিযোদ্ধা হিসেবে তার সাহসী ভূমিকা জাতি সব সময় স্মরণ করবে।’
শেখ হাসিনা তাঁর আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

বি/এস/এস/এন