Friday, 05 December 2025, 10:19 AM

হংকংয়ে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১৪৬

হংকংয়ের একটি আবাসিক ভবন কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১৪৬ জনে দাঁড়িয়েছে। আজ রোববার  পুলিশ এ তথ্য জানিয়েছে।

হংকং থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

গত বুধবার হংকংয়ের উত্তরাঞ্চলীয় জেলা তাই পো’র একটি আবাসিক ভবন কমপ্লেক্সে আগুন লাগে। প্রায় দু’দিনের চেষ্টায় গত শুক্রবার আগুন নিয়ন্ত্রণে আসে। এ দুর্ঘটনায় শনিবার ১২৮ জনের প্রাণহানির কথা জানানো হয়। ১৯৮০ সালের পর এটিই আবাসিক ভবনে বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী অগ্নিকাণ্ড।

ডিজাস্টার ভিকটিম আইডেন্টিফিকেশন ইউনিটের কর্মকর্তারা ওয়াং ফুক কোর্টের তিনটি বহুতল ভবনে অনুসন্ধান চালিয়ে আরো মরদেহ উদ্ধার করেছেন। 

আজ পুলিশের দুর্যোগ অনুসন্ধান ইউনিটের চিফ সুপারিনটেনডেন্ট স্যাং শুক-ইন এক সংবাদ সম্মেলনে বলেন, স্থানীয় সময় বিকেল ৪টা পর্যন্ত সর্বশেষ মৃতের সংখ্যা ১৪৬ জনে দাঁড়িয়েছে। আরো প্রাণহানির শঙ্কাকে আমরা উড়িয়ে দিতে পারি না।

অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে কর্তৃপক্ষ একটি আন্তঃবিভাগীয় তদন্ত টাস্কফোর্স গঠন করেছে। হংকংয়ের দুর্নীতি দমন সংস্থা অগ্নিকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতায় ১১ জনকে গ্রেফতার করেছে, যাদের মধ্যে তিনজনকে হত্যা মামলায়ও গ্রেফতার দেখানো হয়েছে।

হংকংয়ে অবস্থিত ইন্দোনেশীয় কনস্যুলেট জানিয়েছে, ওই অগ্নিকাণ্ডে সাতজন ইন্দোনেশীয় নাগরিক মারা গেছে।

ম্যানিলার কনস্যুলেট শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, একজন ফিলিপিনো প্রবাসী শ্রমিকও ওই অগ্নিকাণ্ডে মারা গেছে।

এদিকে হংকংয়ের বিল্ডিংস ডিপার্টমেন্ট শহরজুড়ে ৩০টি বেসরকারি ভবন নির্মাণ প্রকল্পের কাজ সাময়িকভাবে স্থগিত করার নির্দেশ দিয়েছে।

BSSN

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P