
কাওছার হামিদ,কিশোরগঞ্জ(নীলফামারী) : নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়নের মাগুড়া খামাত পাড়া মৌলভী আব্বাছ আলী ইন্টিগ্রেটেড এগ্রো ফার্ম এর উদ্যোগে বৃদ্ধ,প্রতিবন্ধী,অসহায় নারীদের মাঝে ঈদ সামগ্রীসহ ১২জন নারীকে সাবলম্বী করার লক্ষ্যে ১টি করে মুরগী বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন মাগুড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহমুদুল হোসেন শিহাব মিঞা, বিশিষ্ট ব্যবসায়ী শাহানুর রহমান,সমাজসেবক আলহাজ্ব মোস্তাকুর রহমান (খাজা),মৌলভী আব্বাছ আলী ইন্টিগ্রেটেড এগ্রো ফার্ম এর স্বত্তাধিকারী মোসফিকুর রহমান ফারুক, মাগুড়া খামাতপাড়া সপ্রাবি সহকারি শিক্ষক আজাদুল করিম আজাদ। ঈদ সামগ্রী বিতরণের পাশা পাশি প্রতিষ্ঠানটি মাসব্যাপি সহি ছহিসুদ্ধ নামাজ,পবিত্র কোরআন শিক্ষারসহ ইফতারের ব্যবস্থা করেছেন।
মৌলভী আব্বাছ আলী ইন্টিগ্রেটেড এগ্রো ফার্মের স্বত্তাধিকারী মোসফিকুর রহমান ফারুক বলেন আপনারা যদি এই কার্যক্রমে সন্তুষ্ট প্রকাশ করেন এবং ভাল লাগে তাহলে রমজান মাসের পর সহিসুদ্ধ কোনআন ও নামাজ শিক্ষা কার্যক্রমটি অব্যাহত থাকবে