Wednesday, 07 May 2025, 04:44 PM

হঠাৎ ঘন কুয়াশার চাদরে ঢাকা জনপদ

সিরাজগঞ্জ প্রতিনিধি :

ইদানিং দিনের বেলায় ও রাতের প্রথম দিকে একটু করে গরম পড়ছে।আর রাতের শেষ প্রহরে মৃদু শীত অনুভব হচ্ছে।গত কয়েক দিন ধরে সলঙ্গায় হঠাৎ ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে পথঘাট ও ফসলের মাঠ।মনে হচ্ছে এ যেন পৌষ মাসের মত ঘন কুয়াশা।শরতের শেষ দিকে এসে এমন ঘন কুয়াশা যেন নতুন করে শীতের আগমনী বার্তা দিচ্ছে।ভোরের  আলো ফোটার আগেই গত ২/৩ দিন ধরে হঠাৎ বাড়তে থাকে ঘন কুয়াশা।কিছু কিছু এলাকায় মাঝরাত হতেই কুয়াশা লক্ষ্য করা যায়।সকালে প্রকৃতির এই রুপ দেখে মনে হয় প্রকৃতিতে যেন বিরাজ করছে পৌষ মাস।সকালে সলঙ্গার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে,একটু দুরে কিছুই যেন দেখা যায় না।চারদিকে শুধুই ঘন কুয়াশায় আচ্ছন্ন।কুয়াশাকে ভেদ করে কেউবা হাঁটতে বেরিয়েছেন রাস্তায়। আবার শ্রমজীবি অনেকেই ছুটছেন কাজের সন্ধানে।উত্তরবঙ্গের প্রবেশপথ সলঙ্গা থানার হাটিকুমরুল রোড গোল চত্বরে প্রায় যানবাহনকেই হেড লাইট জ্বালিয়ে চলতে  দেখা গেছে।অনেকেই বলছেন,অন্যান্য বছরের মাঘের এ সময়ের চেয়ে গত কয়েক দিনের সকালটা আলাদা দেখা যাচ্ছে।মনে হচ্ছে আবার শীত চলে আসছে।শীতের মতই ঘন কুয়াশা।তাই,এবারে এমন ঘন কুয়াশা পড়ার ঘটনা অনেকটাই ভিন্নতা মনে হচ্ছে।

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P