কাওছার হামিদ, কিশোরগঞ্জ, নীলফামারী: হযরত মুহাম্মাদ (সা:) কে গালি ও কুটক্তিকারী রঞ্জন রায়ের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে ২৭ জুলাই ২০২৫ ইং রবিবার মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশ নেয় নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়নের কয়েক হাজার মানুষ। উক্ত মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কারীরা নারায়ে তাকবির আল্লাহু আকবর শ্লোগান দিতে দিতে দিতে বিক্ষোভ মিছিলটি মাগুড়া ইউনিয়নের সিঙ্গেরগাড়ী পাড়েরহাট, হাজীরহাট, বাংলাবাজার, খিলালগঞ্জ হয়ে রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ী ইউনিয়নের আলদাপুর আরএফ এল কোম্পানি এলাকা পর্যন্ত আসলে পুলিশের বাধার মুখে পড়লে বিক্ষোভ মিছিলটি পিছু হটে। স্থানীয়রা জানিয়েছেন বিক্ষোভ মিছিলকারীদের মধ্যে কয়েকজন আহত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ী ইউনিয়নের ছয়আনী গ্রামের বাসিন্দা সুজন কুমারের ছেলে রিট পলিটেকনিক ইনস্টিটিউট রংপুর-এর কম্পিউটার ডিপার্টমেন্টের তৃতীয় বর্ষের ছাত্র রঞ্জন রায় এলআরএম নামের একটি ফেসবুক আইডি থেকে গত পাঁচ দিন ধরে মহানবী (সা:)-কে নিয়ে অবমাননাকর ও ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন একাধিক পোস্ট করছিলেন তিনি। এরেই প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন ধর্মপ্রান মুসলমানরা। বর্তমানে বিষয়টিকে কেন্দ্র করে মাগুড়া ইউনিয়নের সিঙ্গেরগাড়ী এলাকায় থমথমে উত্তেজনা বিরাজ করছে। যে কোন মুহুর্তে বড় ধরনের দাঙ্গা লাগার আশংকা রয়েছে বলে স্থানীয়রা ধারণা করছে।
এ বিষয়ে রংপুরের পুলিশ সুপার (এসপি) আবু সাইম এর সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান ঘটনাস্থলে আমাদের পুলিশ সদস্যদের পাটিয়েছি,বিক্ষোভ কারীদেরকে থামাতে এবং আমরা সেনাবাহিনীকে বিষয়টি অবগত করেছি। এছাড়া অভিযুক্ত ব্যক্তিকে আমরা গ্রেফতার করেছি। এ বিষয়ে কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম এর মুঠোফোনে একাধিকবার কথা বলার চেষ্টা করা হলে তিনি ফোন রির্সিভ করেননি।