Sunday, 09 March 2025, 08:43 PM

‘ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অব হারমোনি’র উৎসবস্থল মহাস্থানগড় পরিদর্শন করলেন...

ডেস্ক রিপোর্টঃ বিশ্বের ৫০টি দেশের অংশগ্রহণে আগামী ডিসেম্বর মাসে বগুড়ার মহাস্থান গড়ে অনুষ্ঠিত হবে “ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অব হারমোনি”।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর গত রোববার সকালে উৎসবস্থল মহাস্থানগড় পরিদর্শন করেন।
এসময় তার সাথে ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব ইব্রাহিম হোসেন, প্রতœতত্ব অধিদপ্তরের মহাপরিচালক মো. আলতাফ হোসেন, জেলা প্রশাসক মোহাম্মদ নুরে আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল জলিল, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মমতাজ উদ্দিন, জেলা কালচারাল অফিসার সাগর বসাক, শিবগঞ্জ পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক প্রমুখ।
বেলা ১১টায় হেলিকপ্টারে মন্ত্রী মহাস্থানগড়ে পৌঁছে উৎসব স্থান পরিদর্শন করেন। প্রতœতত্ব অধিদপ্তরের মহাপরিচালক আলতাফ হোসেন মন্ত্রীকে ঐতিহাসিক পটভূমি বর্ণনা করেন।
এ সময় মন্ত্রী আসাদুজ্জামান নুর বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ফেস্টিভ্যাল উদ্বোধন করবেন।
তিনি বলেন, এই ধরনের ফেস্টিভ্যাল অনুষ্ঠান বগুড়াসহ ১৬ জেলাতেই অনুষ্ঠিত হবে। এই আয়োজন বিশ্বের অন্য দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সংস্কৃতি মেলবন্ধন জোরদার করবে।

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P