Thursday, 29 January 2026, 07:28 PM

ইরানের সঙ্গে সরাসরি আলোচনায় প্রস্তুত যুক্তরাষ্ট্র: রুবিও

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে বিরোধ মেটাতে তেহরানের সঙ্গে সরাসরি সংলাপে বসতে প্রস্তুত রয়েছে যুক্তরাষ্ট্র। এমন মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।


শুক্রবার (২৯ আগস্ট) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে রুশ বার্তা সংস্থা তাস।


রুবিও এক বিবৃতিতে বলেন, ‘ইরান পারমাণবিক ইস্যুর শান্তিপূর্ণ ও টেকসই সমাধানের লক্ষ্যে যুক্তরাষ্ট্র সবসময় সরাসরি সংলাপের জন্য প্রস্তুত রয়েছে।’


তিনি স্মরণ করিয়ে দেন, এর আগে ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহালের প্রক্রিয়া শুরু করেছে। 


রুবিওর ভাষ্য, ‘স্ন্যাপব্যাক প্রক্রিয়া আমাদের আন্তরিক কূটনৈতিক প্রস্তুতির সঙ্গে সাংঘর্ষিক নয়, বরং এটিকে আরও জোরদার করে। আমি ইরানি নেতাদের আহ্বান জানাই যেন তারা অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়—যাতে দেশটি কখনও পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে। শান্তির পথে হাঁটে এবং ইরানি জনগণের সমৃদ্ধি নিশ্চিত করে।’


এদিকে যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্স এক যৌথ বিবৃতিতে জানায়, তেহরানের সঙ্গে পারমাণবিক আলোচনা ব্যর্থ হওয়ার পর তারা ‘স্ন্যাপব্যাক’ প্রক্রিয়া শুরু করেছে। এর অংশ হিসেবে তিন দেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে অবহিত করেছে।


jug/N

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P