Sunday, 20 July 2025, 12:55 PM

ইসরাইলের রামন বিমানবন্দরে ইয়েমেনের ড্রোন হামলা

ইয়েমেনের সশস্ত্র বাহিনী বুধবার দখলদার ইসরাইলি স্থাপনা ও মার্কিন স্বার্থের ওপর একাধিক নিখুঁত ও বৃহৎ সামরিক অভিযানের কথা জানিয়েছে।


বৃহস্পতিবার দেশটির আল-মাসিরাহ নেটওয়ার্কের বরাত দিয়ে মেহের নিউজ এ খবর দিয়েছে। 


প্রতিবেদন অনুযায়ী, ইয়েমেনি সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তারা দখলদার ইসরাইলি বাহিনী ও মার্কিন বিমানবাহী রণতরীর বিরুদ্ধে সফল সামরিক অভিযান চালিয়েছে।


বিবৃতিতে বলা হয়েছে, বুধবারের এ অভিযানের অংশ হিসেবে প্রথমে দুটি ড্রোন ইসরাইলের উম আল-রাশরাশ এলাকায় অবস্থিত রামন বিমানবন্দরকে লক্ষ্য করে হামলা চালায়। 



দ্বিতীয় হামলাটি ইয়াফা নামের একটি ইয়েমেনি ড্রোন ব্যবহার করে অধিকৃত জাফা শহরের একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় চালানো হয়।


ইয়েমেনি বাহিনী আরও জানায়, তারা মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যানে এবং এর সঙ্গে থাকা বেশ কয়েকটি জাহাজের ওপর একটি সমন্বিত হামলা চালিয়েছে। এ হামলায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও একাধিক ড্রোন ব্যবহার করা হয়।


বিবৃতিতে বলা হয়, এসব হামলার ফলে শত্রুপক্ষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং আরও একটি এফ-১৮ যুদ্ধবিমান সাগরে পতিত হয়েছে। আর ফলস্বরূপ ইউএসএস হ্যারি এস ট্রুম্যান রণতরী লোহিত সাগরের উত্তর দিকে পিছু হটে যায়।


ইয়েমেনি বাহিনী আরও জানায়, একই সঙ্গে এ অভিযানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের একটি পরিকল্পিত বিমান হামলা প্রতিহত করা হয়েছে।


বিবৃতির শেষাংশে বলা হয়েছে, এই হামলাগুলো যুক্তরাষ্ট্র ইয়েমেনে হামলা বন্ধের ঘোষণা দেওয়ার আগে চালানো হয়েছে। একইসঙ্গে তারা হুঁশিয়ারি দিয়ে বলেছে, ভবিষ্যতে কোনো নতুন আগ্রাসন ঘটলে তার জবাব হবে ‘কঠোর প্রতিশোধমূলক’।

jug/n

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P