Tuesday, 11 March 2025, 05:09 AM

ইউসুফ জামিলের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ডেস্ক রিপোর্টঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য ও দাউদকান্দি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইউসুফ জামিল বাবুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।


আজ শনিবার এক শোক বার্তায় তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।


ইউসুফ জামিল বাবু শুক্রবার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।


এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ইউসুফ জামিল বাবু-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

বি/এস/এস/এন

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P