Wednesday, 12 March 2025, 12:28 PM

জাতীয় পরিষদ সদস্য দেলওয়ার হোসেনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দলের জাতীয় পরিষদ সদস্য দেলওয়ার হোসেন তালুকদারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আজ এক শোক বার্তায় তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, দেলওয়ার হোসেন তালুকদার বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টা ৩০ মিনিটে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না… রাজিউন)।
তার বয়স হয়েছিল ৬৫ বছর।
তিনি স্ত্রী, ১ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

BSSN

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P