Thursday, 29 January 2026, 07:25 PM

জাতীয় সাংবাদিক সংস্থা ট্রাস্ট এর নতুন মহাসচিব মোঃ...

এম ডি বাবুল বিশেষ প্রতিনিধি: জাতীয় সাংবাদিক সংস্থার নতুন মহাসচিব মোঃ:সোয়েব রহমান ২০শে ডিসেম্বর ২০২৫ শনিবার বেলা ৪ ঘটিকায় পুরানা পল্টন এল মল্লিক কমপ্লেক্স এ জাতীয় সাংবাদিক সংস্থা কনফারেন্স হল রুমে এক জরুরি আলোচনা সভা অনুষ্টিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির চেয়ারম্যান জনাব লায়ন মোঃ নূর ইসলাম। সার্বিক ব্যবস্থাপনায় জনাব লায়ন মোঃ হেলাল উদ্দিন হিলু আজকের এই আলোচনা সভায় সাবেক মহাসচিব লায়ন মোহাম্মদ হেলাল উদ্দিন হিলুকে পদোন্নতি দিয়ে ভাইস চেয়ারম্যান পদে দায়িত্ব দেয়া হয়, সাবেক যুগ্ম মহাসচিব মোঃ শোয়েব রহমান কে পদোন্নতি দিয়ে মহাসচিব এর দায়িত্ব দেওয়া হয়। এবং ভাইস চেয়ারম্যান মোঃ রাকিব উদ্দিন রানা, মোঃ তোফায়েল আহমেদ কায়সার, শিশু ও মহিলা বিষয়ক সম্পাদিকা তাসলিমা আক্তার, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এইচ এম ইমন। নবনির্বাচিত নেতাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন সংস্থার চেয়ারম্যান সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং চেয়ারম্যান তাদেরকে দায়িত্ব যথাযথভাবে পালন করে সংস্থার সাংবাদিকদের পক্ষে কাজ করার আহ্বান জানান। নবনির্বাচিত এই নেতারা প্রতিজ্ঞাবদ্ধ হন যে তারা সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বার্থে তাদের যথাযথ দায়িত্ব পালন করবেন। নবনির্বাচিত মহাসচিব বলেন তার অভিজ্ঞতা এবং শ্রম দিয়ে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করণ তার প্রথম কাজ এবং পর্যায়ক্রমে সংগঠনকে আরো উন্নত সংগঠন হিসেবে বাংলাদেশ তথা বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করায় তার দায়িত্ব। এ সময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এ্যাড মোঃ আলতাফ হোসেন, লায়ন এ বি এম সোবহান হাওলাদার, যুগ্ম মহাসচিব, মোঃ সাউকি বিপ্লব, লায়ন মোঃ শরিফুল ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক মুফতি শেখ আজিমুদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক রাজিয়া তূর্ণা, মোঃ রিপন হোসেন, পর্যটন বিষয়ক সম্পাদক আসাদুল্লাহ আমিন, ঢাকা বিভাগীয় সভাপতি মোঃ সোহাগ ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আবুল বাশার, পাঠাগার ও সাহিত্য বিষয়ক সম্পাদক মারিয়া আক্তার, সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ইমারত হোসেন ইমন, সহ পর্যটন বিষয়ক সম্পাদক নুরুন্নাহার চৌধুরী আলপনা, সহ দপ্তর সম্পাদক মোঃ সাইদুল ইসলাম, নির্বাহী সম্পাদক মোঃ আমিনুল ইসলাম সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন মোঃ রেজাউল ইসলাম লাকী। সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ। চেয়ারম্যানের সমাপনী বক্তব্য ও শহিদ ওসমান হাদির জন্য দোয়া শেষে অনুষ্ঠানটি সমাপ্ত করা হয়।

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P