Wednesday, 12 March 2025, 12:23 PM

জেনে নিন বিখ্যাত বলিউড তারকাদের আসল নাম

বিডি নীয়ালা নিউজ(৪ই এপ্রিল১৬)-বিনোদন ডেস্কঃ আপনি ফিল্মস্টার, আর আপনার নাম গোবিন্দ, বঙ্কু, তন্ময় বা টুম্পা, দিপালি হবে তা কি করে হয়!! তাই বাবা-মার দেওয়া নাম বদলে ফেলতেই হবে! না হলে লোকে কী বলবে? ফিল্মস্টারদের নাম বদলের ইতিহাসও বেশ পুরনো। আপনি কি জানেন অমিতাভ বচ্চনের আসল নাম বা ক্যাটরিনা কইফের বা সলমনের আসল নাম? জেনে নেওয়া যাক কিছু বিখ্যাত বলিউডি তারকাদের আসল নাম-


সালমান খান: এই সুপারস্টারের আসল নাম আবদুল রশিদ সলিম সলমন খান।

অ্যাক্টিং কেরিয়ার শুরু করার আগে নিজেই নিজের নাম ট্রিম করে নেন সল্লু।


ক্যাটরিনা কাইফ: এই সুন্দরীর আগের নাম ছিল কেট টারকেট। উনি কি জানতেন এই নাম নিয়ে উনি বলিউডে জনপ্রিয় হওয়া মুসকিল! তাই কি নাম পাল্টে ক্যাটরিনা করে নেন!


মল্লিকা শেরাওয়াত: নিজের সাধারণ জীবন ভুলে বলিউডে এন্ট্রি নিতে রীমা লাম্বা হয়ে যান মল্লিকা শেরাওয়াত।


রজনীকান্ত: এই কিংবদন্তী অভিনেতার আসল নাম শিবাজী রাও গায়কওয়াড়। পরিচালক কে বালাচন্দর ওঁর নাম পাল্টে করে দেন রজনীকান্ত।


 


জন আব্রাহাম: এই হিরোর আসল নাম ফারহান আব্রাহাম। পরে অভিনয় শুরু করার আগে নিজেই নিজের নাম পরিবর্তন করেন তিনি।


অক্ষয় কুমার: বলিউডের এই অ্যাকশন হিরোর নাম ছিল রাজীব হরিওম ভাটিয়া। ওঁর কিছু পুরনো বন্ধু নাকি এখনও ওঁকে রাজীব বলেই ডাকেন।


অমিতাভ বচ্চন: বলিউডের এই কিংবদন্তীর নাম রাখা হয়েছিল অমিত শ্রীবাস্তব। পরে সেই নাম পাল্টে অমিতাভ রাখা হয়।


দিলীপ কুমার: ‘ মুঘল-এ-আজাম’-এর সেলিমকে মনে আছে নিশ্চই! দিলীপ কুমার। ওঁর আসল নাম ছিল মহম্মদ ইউসুফ খান।


নি লিওন: ইদানীং বলিউড ইন্ড্রাস্ট্রি কাঁপানো নায়িকা সানি লিওনের আসল নাম জানেন? অনস্ক্রিন কাজ শুরু করার আগে ওঁর নাম ছিল করণজিত কৌর ভোরা।


সইফ আলি খান: পাতৌদি খানদানের নবাবের ফিল্মি নামের বাইরেও একটা নাম আছে। যেটা করিনার সঙ্গে ম্যারেজ অ্যাপ্লিকেশন ফাইল করার সময় জানা যায়। সইফের আসল নাম সাজিদ আলি খান।

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P