Monday, 10 March 2025, 03:55 AM

ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের মাঝে শীত বস্ত্র বিতরন

এম, শাহজাহান, শেরপুর প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে পুলিশ নারী কল্যান সমিতি( পুনাকের) উদ্যোগে ১শ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর হতদরিদ্র শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে। ১৩ ডিসেম্বর মঙ্গলবার বিকালে উপজেলার নলকুড়া ইউনিয়নের রাংটিয়া ফুটবল খেলার মাঠে এসব শীতবস্ত্র বিতরনের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন শেরপুরের পুলিশ সুপার মো,কামরুজ্জামান বিপিএম।


শেরপুর জেলা পুনাকের সভাপতি সানজিদা হক মৌ এর সভাপতিত্বে অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে অন্যান্যদের উপস্থিত ছিলেন ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভূইয়া, পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কাশেম, এসআই মোঃ ফরিদ উদ্দিন আহমেদ, এসআই মাসুদ রানা, উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান নবেশ খকশী, বাংলাদেশ কোচ আদিবাসী সংগঠনের শেরপুর জেলা শাখার সভাপতি রহিদাস কোচসহ অন্যান্য আদিবাসী নেতা ও থানা পুলিশের অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। এ অনুষ্ঠানে পাহাড়ি এলাকার হতদরিদ্র ১শ শীতার্ত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারী পুরুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P