Friday, 05 December 2025, 07:07 PM

জনগনের কল্যাণে আজীবন কাজ করবো পাইকগাছায় গনসংযোগে জামায়াতের...

শেখ খায়রুল ইসলাম পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:- খুলনার পাইকগাছা উপজেলার সোলাদানা ইউনিয়নের সাধারণ মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে নির্বাচনীয় মতবিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী এমপি প্রার্থী মাওঃ আবুল কালাম আজাদ।১২ই আগস্ট মঙ্গলবার উপজেলার সোলাদানা বাজার,সোলাদানা, হরিখালী , বয়ারঝাপা,সোলাদানা মাধ্যমিক বিদ্যালয়, চারবান্দা মাধ্যমিক বিদ্যালয়,পাটকেল পোতা দাখিল মাদ্রাসা,পাটকেল পোতা চর জামে মসজিদসহ আশেপাশের সব শ্রেণীর মানুষের সাথে মতবিনিময় করেন।মতবিনিময় কালে জামায়াতের এমপি প্রার্থী আবুল কালাম আজাদ বলেন,আমাদের পাইকগাছা -কয়রা উপজেলায় অনেক সমস্যা চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়।আমি আপনাদের নেতা নয়'সেবক হিসেবে দায়িত্ব পালন করবো।জামায়াতে ইসলামীর মূল লক্ষ্য জনগণের দূর্ভোগে এগিয়ে আসা,শিক্ষার উন্নতি,স্বাস্থ্য সেবা সহজলভ্য করা,কৃষক ও ক্ষুদ্র উদ্যোক্তাদের সহায়তা প্রদান, যুবসমাজের কর্মসংস্থান বৃদ্ধি করা। যাতে স্থানীয় জনগণের জীবনে সর্বাত্মক পরিবর্তন আসে।দুর্নীতি অন্যায় কার্যকলাপের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে।রাজনৈতিক সংঘাত নয়, একতার মাধ্যমে এলাকার উন্নয়ন সম্ভব। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার জন্য সকল রাজনৈতিক দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। জনগণের উন্নয়নই আমাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত বলে তিনি মনে করেন।গনসংযোগ ও মতবিনিময় কালে উপস্থিত ছিলেন, জেলা কর্ম পরিষদ সদস্য মাওলানা এস এম আমিনুল ইসলাম, জেলা ইউনিট সদস্য কাজী তামজীদ আলম, উপজেলা জামায়াতের ইসলামী সেক্রেটারি মোঃ আলতাব হোসেন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি আসাদুল ইসলাম, সোলাদানা ইউনিয়ন সভাপতি মোঃ শফিকুল ইসলাম, সেক্রেটারি আজিবার রহমান, সাংবাদিক ফিরোজ আহমেদ, হাফেজ সোহাগ মোড়ল,মোঃ রাসেল শ্রমিক কল্যাণ ফেডারেশনের সোলাদানা ইউনিয়ন সভাপতি কাজী আসাবুর রহমান, সভাপতি সিরাজুল শিকারি, ইউনিয়ন সভাপতি মোঃ মোস্তফা সরদার, মোঃ আব্দুল গনি, আব্দুল হান্নান শিকারী, হাফেজ মাওলানা হাবিবুর রহমান,হাফেজ তৌহিদুর রহমান গাজীসহ, বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী।

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P