Sunday, 27 July 2025, 06:57 AM

জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে চাই

মাফি মহিউদ্দিন কিশোরগঞ্জ নীলফামারী প্রতিনিধিঃ বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা বিশিষ্ট কন্ঠ শিল্পী বেবী নাজনীন বলেন, নির্বাচন ছাড়া একটি দায়বদ্ধ সরকার হয় না, থাকে না সরকারের জবাবদিহিতা। ফলে যে সরকারের দায়িত্ব থাকে সে সরকারই আমরা আনতে পারি নির্বাচনের মাধ্যমে। বিএনপি চাচ্ছে, তারেক রহমান চাচ্ছে, আমরা চাচ্ছি জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে। সাধারণ মানুষ, জনগণ, ভোটারদের ভোটাধিকার ফিরিয়ে দিতে চাই। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের ১৭ বছরে কেউ ভোট দিতে পারেনি। আমরা ভোটাধিকার ফিরিয়ে দিয়ে আগামী প্রজন্মের ভবিষ্যত ভাল করতে চাই। তিনি বৃহস্পতিবার (১ মে) বিকালে আন্তর্জাতিক শ্রমিক দিবস (মে দিবস) উপলক্ষে কিশোরগঞ্জ উপজেলা ট্রাক ও ট্রাংকলড়ী শ্রমিক ইউনিয়ন আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।


তিনি বলেন, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসায় যাওয়ার আগে বলেছেন, দেশ বাঁচাও, মানুষ বাঁচাও, ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা ঐক্যবদ্ধ আছি এবং থাকবো, যত ষড়যন্ত্রই হোক।  


কিশোরগঞ্জ উপজেলা ট্রাক ও ট্রাংকলড়ী শ্রমিক ইউনিয়নের আয়োজিত মে দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ ট্রাক ও ট্রাংকলড়ী শ্রমিক ইউনিয়নের আহবায়ক দেলোয়ার হোসেন ও সঞ্চালনা করেন উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সাবেক আহ্বায়ক আহসান হাবীব ময়না। এতে বক্তব্য রাখেন সৈয়দপুর জেলা বিএনপির  সদস্য ও সাবেক সাংসদ শওকত চৌধুরী, সৈয়দপুর জেলা বিএনপির  সাংগঠনিক সম্পাদক এম এ লিটন পারভেজ, সৈয়দপুর জেলা বিএনপির  যুগ্ম সাধারণ সম্পাদক সামসুল আলম, সৈয়দপুর জেলা বিএনপির  সদস্য মাসুদ রানা পাটোয়ারী প্রমুখ। পরে বিকালে মে দিবস উপলক্ষে বেবী নাজনীনের নেতৃত্বে একটি বণার্ঢ্য র‍্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।


এদিকে মে দিবস উপলক্ষে কিশোরগঞ্জ নির্মাণ শ্রমিক ইউনিয়নের একটি র‍্যালি হয়। এতে নেতৃত্ব দেয় উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ডালিম, সাংগঠনিক সম্পাদক ইবনে সাঈদ সুজন, যুবদল সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান, নিমার্ণ শ্রমিক দলের আহবায়ক তহুবার রহমান তহু। এছাড়া শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভা হয়। এতে বক্তব্য রাখেন জামায়াতের সৈয়দপুর উপজেলা শাখার আমীর হাফেজ মাওলানা আব্দুল মুন্তাকিম, কিশোরগঞ্জ উপজেলা জামায়াতের আমীর আব্দুর রশিদ শাহ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মঞ্জুরুল ইসলাম রতন, সহকারী সেক্রেটারী শিব্বির আহমেদ, রবিউল ইসলাম প্রমুখ। হোটেল রেস্তোরা শ্রমিক ইউনিয়নের র‍্যালিতে নেতৃতৃ্ব দেন সদর ইউপি চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়র্ী গ্রেনেট বাবু, দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদ রেজাউল করিম রেজা প্রমুখ। এদিকে উপজেলা পরিবহন শ্রমিক সমবায় সমিতি, কার ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন, অটো ও সিএনজি শ্রমিক সমিতি বণার্ঢ্য র‍্যালি করে।   

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P