Sunday, 09 March 2025, 08:09 AM

জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের বিস্ফোরক তথ্য

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে বিস্ফোরক তথ্য দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, জন্মসূত্রে নাগরিকত্ব ছিল ক্রীতদাসের সন্তানদের জন্য। এটি সারা বিশ্ব থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসীদের জড়ো করার জন্য নয়। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


ট্রাম্প ক্ষমতায় এসেই যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের বিষয়ে নির্বাহী আদেশ জারি করেন। কিন্তু পরের দিন এটিকে স্থগিত করে দেয় ফেডারেল আদালত।


তার শপথ গ্রহণের প্রথম দিনেই ট্রাম্প জন্মগত নাগরিকত্বের বিরুদ্ধে একটি নির্বাহী আদেশ জারি করেছিলেন, যা পরের দিন সিয়াটলের একটি ফেডারেল আদালত বাতিল করে দেয়। ট্রাম্প জানান, তিনি আদেশের বিরুদ্ধে আপিল করবেন। আদালত তার পক্ষে রায় দেবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।


হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের তিনি বলেন, যখন এ আদেশ পাস এবং প্রণয়ন করা হয়েছিল, তখন যদি আপনি পেছনে ফিরে তাকান, তাহলে দেখা যাবে যে জন্মসূত্রে নাগরিকত্ব ক্রীতদাসের সন্তানদের জন্য ছিল। এটি সমগ্র বিশ্ব থেকে অভিবাসীদের যুক্তরাষ্ট্রে স্তূপীকৃত করার জন্য ছিল না।


ট্রাম্প বলেন, সবাই আসছে, অযোগ্যরা এবং অযোগ্য শিশুরাও জড়ো হচ্ছে। এটি সম্ভবত তাদের জন্য করা হয়নি। আমি শতভাগ এই সিদ্ধান্তের পক্ষে। কিন্তু পুরো বিশ্ব থেকে এসে যুক্তরাষ্ট্র দখল করার জন্য এটি করা হয়নি।


বর্তমানে যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী, কোনো শিশু যদি যুক্তরাষ্ট্রের মাটিতে জন্মগ্রহণ করে, তবে সে মার্কিন নাগরিকত্ব পায়। তার বাবা-মা কীভাবে দেশে এসেছেন, সেটি মুখ্য নয়।


কিন্তু ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী, যদি অভিবাসী বা পর্যটক ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে বসবাসকারী কোনো অবৈধ অভিবাসী সন্তান জন্ম দেন, তবে সে আর মার্কিন নাগরিক হিসেবে স্বীকৃত হবে না।


এই পদক্ষেপের ফলে মূলত নিম্ন আয়ের ও অভিবাসী শ্রেণির মানুষরা ক্ষতিগ্রস্ত হবেন। বিশেষ করে, যেসব পরিবার একাধিক প্রজন্ম ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছে, কিন্তু এখনো তাদের অভিবাসী স্ট্যাটাস হয়নি, তাদের সন্তানেরা নাগরিকত্বের সুবিধা থেকে বঞ্চিত হবে। অনেক ক্ষেত্রেই, অবৈধ অভিবাসী মা-বাবার সন্তানেরা জন্মের সঙ্গে সঙ্গে নানা সরকারি সুবিধা, যেমন স্বাস্থ্যসেবা, শিক্ষা ও ভবিষ্যতে নাগরিকত্বের সুযোগ থেকে বঞ্চিত হবে।


এ ছাড়া অভিবাসী শিশুদের নাগরিকত্ব প্রক্রিয়ায় বিশাল পরিবর্তন আসছে। নতুন নীতি অনুযায়ী, আগামী ৩০ দিনের মধ্যে যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া যেসব শিশুর বাবা-মায়ের মধ্যে কোনো একজন যদি যুক্তরাষ্ট্রের নাগরিক বা গ্রিনকার্ডধারী না হন, তাদের মার্কিন পাসপোর্ট বা ভিসা প্রদান করা হবে না। দীর্ঘমেয়াদে এ সিদ্ধান্ত অভিবাসী সম্প্রদায়ের সঙ্গে যুক্তরাষ্ট্রের সামাজিক ও রাজনৈতিক সম্পর্ককে আরও জটিল করে তুলবে। এ ব্যবস্থা অবৈধ অভিবাসী পরিবারগুলোর জন্য একধরনের শাস্তি হিসেবে কাজ করবে।

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P