ডেস্ক রিপোর্টঃ নাটক দিয়ে জনপ্রিয়তা শীর্ষে ওঠা সঙ্গীতশিল্পী তাহসান প্রথমবার সিনেমায় নাম লেখালেন। নাট্যনির্মাতা অনিমেষ আইচের পরিচালনায় ‘বরষা’ স্বল্পদৈর্ঘ্য সিনেমায় তিনি অভিনয় করবেন। প্রথম চলচ্চিত্রে তারকা মুখ নীলফামারী জেলার জলঢাকার ভাবনাকে নায়িকা হিসেবে পেয়েছেন তাহসান।
গতকাল সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে ‘বরষা’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের মহরত অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন নির্মাতা অনিমেষ আইচ, তাহসান, ভাবনা প্রমুখ।
রোমান্টিক গল্পে নির্মিত ‘বরষা’ শর্টফিল্মটি আগামী ১৩, ১৪, ও ১৫ জানুয়ারি ঢাকা ও ঢাকার বাইরে শুটিং হবে।
নতুন বছরে সবাইকে একটু চমকে দিতে অনিমেষ আইচের ভাবনায় তাহসান যুক্ত হতে পেরে দারুণ আনন্দিত।
জনপ্রিয় নির্মাতা অনিমেষ আইচের প্রথম নির্মিত সিনেমা ‘ভয়ংকর সুন্দর’ মুক্তি পাচ্ছে এবছর। ছবিতে কলকাতার পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেত্রী ভাবনা।
নীলফামারী জেলার জলঢাকা উপজেলার চাওড়াডাঙ্গী গ্রামের মৃত মজিবুর রহমানের নাতনী অভিনেত্রী আস্না হাবীব ভাবনা।