Saturday, 21 December 2024, 10:25 PM

জুলানির অবিস্মরণীয় জয়: মনে করিয়ে দেয় সালাউদ্দিন আইয়ুবীকে

সিরিয়ার দুই যুগের প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতন ঘটিয়েছে দেশটির বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম। পরে স্বৈরশাসক আসাদ রাশিয়ায় নিচ বিমান যোগে পালিয়ে যান। ক্ষমতা গ্রহণকারী গোষ্ঠীর প্রধান আবু মোহাম্মেদ আল জুলানি বিজয়ের পর প্রথম ভাষণ দিয়েছেন। তিনি দেশটির রাজধানী দামেস্কের উমায়েদ মসজিদে ভাষণে দেওয়া বক্তব্যে বলেছেন, এ জয় সব সিরিয়ানদের জয়।


তিনি আরও বলেন, আসাদ সরকার হাজারো সাধারণ নিরীহ মানুষকে অবৈধভাবে সাজা দিয়েছে। আমরা বৈধভাবে লড়াই করে বিজয় অর্জন করেছি। এ জয়ের জন্য সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতার আহ্বান জানিয়েছেন জুলানি।

ইসলামের ইতিহাসে যেসব মহাবীরের নাম সোনার হরফে লেখা আছে, তাদের একজন সুলতান সালাহ উদ্দিন আইয়ুবী। তার বুদ্ধিদীপ্ত রণকৌশলেই মুসলমানরা দ্বিতীয়বার পবিত্র ভূমি ফিলিস্তিন ও আল-কুদস জয় করতে সক্ষম হয়েছিল। সিরিয়ার এই বিজয় ঠিক সুলতান সালাহ উদ্দিন আইয়ুবীকে স্মরণ করিয়ে দেয়।

অবশ্য সিরিয়ার এই জয়ের পর সারা বিশ্বেই মুসলিমদের মাঝে এক উচ্ছ্বাস দেখা গেছে। অনেক দেশেই এই আনন্দে মিষ্টি বিতরণ করা হয়। এছাড়া অনেক জায়গায় আনন্দ মিছিল করা হয়। মাঠ থেকে এই আনন্দ সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের মাঝে উচ্ছ্বাস করতে দেখা যায়। নেটিজেনরা আল্লাহর শুকরিয়া প্রকাশ করে বলেন, বাংলাদেশের জনগণ স্বৈরশাসক শেখ হাসিনাকে উচ্ছেদ করে দৃষ্টান্ত স্থাপন করেছে। আর এদিকে সিরিয়াতে সেই দেশের জনগণরা স্বৈরশাসক বাসার আল আসাদকে উচ্ছেদ করে দেখিয়ে দিলেন কোনো দেশের স্বৈরশাসকরা চিরস্থায়ী হয় না।

তারা এই জয়কে সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীর প্রধান জুলানিকে সুলতান সালাহ উদ্দিন আইয়ুবীর সঙ্গে তুলনা করেন। অসংখ্য নেটিজেনরা আলহামদুলিল্লাহ দিয়ে স্ট্যাটাস দেন। মো. পলাশ শিকদার নামে একজন ফেসবুকে লিখেছেন, সিরিয়া থেকে ফিলিস্তিন, কাশ্মীর থেকে কুর্দিস্তান সর্বত্র ছড়িয়ে পড়ুক ইনকিলাবের সিলসিলা। পৃথিবীজুড়ে সফর করুক আমাদের জুলাই।

তিনি আরও লিখেন, সিরিয়ার দামেস্ক বিজয় উপলক্ষে সকালে মিষ্টি খেয়েছি, এখন খাওয়াচ্ছি। হয় মিষ্টি খান, নয়তো খাওয়ান। মাঝখানে থাইকেন না।

dai/N