Sunday, 09 March 2025, 08:18 AM

জয়পুরহাটে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে মিছিল

মোঃ আমজাদ হোসেন: পবিত্র মাহে রমজানের সম্মান রক্ষা ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে জয়পুরহাটে মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।


শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় শহিদ ডা. আবুল কাশেম ময়দান থেকে মিছিলটি বের হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে এসে শেষ হয়।


মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা জামায়াতের আমির ডা. ফজলুর রহমান সাঈদ, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মামুনুর রশীদ, শহর জামায়াতের আমির আনোয়ার হোসেন, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি জয়নাল আবেদীনসহ দলটির অন্যান্য নেতৃবৃন্দ।


বক্তারা বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে, যার ফলে গরিব ও খেটে খাওয়া মানুষ চরম দুর্ভোগে পড়েছে। রমজান মাসে যেন দ্রব্যমূল্য স্থিতিশীল থাকে, সে বিষয়ে সরকারকে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।


একইসঙ্গে বক্তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, রমজানের পবিত্রতা রক্ষায় দিনের বেলা হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখার ব্যবস্থা নিতে হবে। এছাড়া অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য রোধে প্রশাসনের কঠোর নজরদারি নিশ্চিত করার দাবিও জানান তারা।

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P