Thursday, 29 January 2026, 07:20 PM

জয়পুরহাটে এনসিপির নতুন দেশ গরতে পথসভা অনুষ্ঠিত

মোঃ আমজাদ হোসেন:  দেশ গড়তে জুলাই” কর্মসূচির অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আজ জয়পুরহাটে এক পথসভার আয়োজন করে।


এসভায় এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন শুধু ফ্যাসিষ্ট শেখ হাসিনার পতন নয় রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন করতে হবে।


৫ জুলাই (শনিবার) জয়পুরহাট শহীদ ডাঃ আবুল কাশেম ময়দানে বিকাল ৪ টায় এনসিপির জয়পুরহাট সম্বনয়কারী ফিরোজ আলমগীর ও যুগ্ম সম্বনয়কারীর উদ্যোগে পথসভা অনুষ্ঠিত হয়।


সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম।


উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সদস্য সচিব আকতার হোসেন, এছাড়াও সঙ্গে ছিলেন নাসিরুদ্দীন পাটোয়ারী, ডাঃ তাসনিম জারা, শামান্তা শারমিনসহ দলের কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।


বক্তারা বলেন, “দেশকে দুর্নীতি ও বৈষম্য থেকে মুক্ত করে একটি সমানাধিকার ভিত্তিক সমাজ গঠনই এনসিপির লক্ষ্য।চাঁদাবাজ ও দূর্নীতিবাজদের এই দেশে ঠাঁই নাই। তাঁরা আরও জানান, “জুলাই মাসজুড়ে দেশব্যাপী পথসভা, গণসংযোগ ও কর্মসূচির মাধ্যমে জনগণের সঙ্গে সরাসরি সংলাপে যেতে চায় এনসিপি।”


স্থানীয় জনগণ ও কর্মীদের অংশগ্রহণে পথসভাটি ছিল উৎসবমুখর এবং ব্যাপক সাড়া মেলেছে বলে আয়োজকরা জানান।

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P