Friday, 30 January 2026, 05:50 AM

জয়পুরহাটে রেড ক্রিসেন্ট সোসাইটির দ্বি-বার্ষিক নির্বাচন আগামী ২৯...

মোঃ আমজাদ হোসেন স্টাফ রিপোর্টার বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জয়পুরহাট ইউনিটের কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৯ নভেম্বর। এদিন সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রাথমিক প্রার্থীতার তালিকায় রয়েছেন সালামত আলী প্রামাণিক, মতিউর রহমান, ফেরদৌস হোসেন, গোলাম কিবরিয়া তাপস ও এ্যাড. আ. ছালাম। সেক্রেটারি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন অধ্যাপক আমিনুর রহমান বকুল, মিনহাজুল ইসলাম মানিক, দোলোয়ার হোসেন চপল, আবু বক্কর সিদ্দিক, হাসিবুল আলম ও এএইচ এম ওবায়দুর রহমান সুইট। এছাড়াও পাঁচটি সদস্য পদে প্রাথমিক প্রার্থীতার তালিকায় আছেন পারভীন বানু, নুর মোহাম্মদ আজাদ রাব্বী, শাহাদৎ হোসেন, শরিফুল ইসলাম, মাসুদুজ্জামান, সোহেল রানা, জাহাঙ্গীর আলম, খলিলুর রহমান, ইসমাইল হোসেন, আল কাউসার (জনি), খিজির হায়াত, আজিজুর রহমান, আব্দুল বাতেন, জাকের হুসাইন, গোলাম মর্তুজা, এ্যাড. হেনা কবির, খালেদুল মাসুদ আঞ্জুমান, তৌফিকুল ইসলাম ফকির, রফিকুল ইসলাম চপল ও আবু রায়হান। এদিকে, এবার কোনো পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন না আওয়ামীপন্থী আজীবন সদস্যরা বলে গোপন সুত্রে জানাগেছে। এ নির্বাচনে আজীবন সদস্য ও বার্ষিক সদস্য মিলে মোট ভোটার দাঁড়িয়েছে ১ হাজার ৯৬০জন। এর মধ্যে প্রথম ভোটারের নাম আব্দুল ছালাম আকন্দ ও শেষ ভোটারের নাম মোস্তাফিজুর রহমান। চলতি মাসের ১১ নভেম্বর ২০২৫-২০২৭ মেয়াদের ইউনিট কার্যনির্বাহী কমিটির নির্বাচনের তফসিল ঘোষণা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও প্রধান নির্বাচন কমিশনার জেসমিন নাহার। অন্যান্য নির্বাচন কমিশনার হলেন- জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, আবু রেজা মো. আমিনুর রহমান ও ওমর আলী বাবু। নির্বাচনের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন ইউনিট লেভেল কর্মকর্তা শেখ আরিফউজ্জামান। জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ও নির্বাচন কমিশনার মাহমুদুল হাসান বলেন, রেড ক্রিসেন্ট সোসাইটির ইতিহাসে এবারই প্রথম প্রতিযোগিতামূলক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। যারা মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন, তাদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। আগামী ২৯ নভেম্বর অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P