Monday, 23 December 2024, 12:52 AM

জয়পুরহাটে র‍্যাবের পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার...

মোঃ আমজাদ হোসেন:  জয়পুরহাটে অভিনব কায়দায় মিনি ট্রাকে লুকিয়ে রাখা ৬০ কেজি গাঁজাসহ মাদক সম্রাট শিপন ও তার সহযোগী নাঈমকে জয়পুরহাটের বাটারমোড় এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।


২২ ডিসেম্বর (রবিবার) র‍্যাব-৫ প্রেস বিজ্ঞপ্তিতে জানায় গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট জেলার সদর থানাধীন বাটারমোড় এলাকা হতে ৬০ কেজি গাঁজাসহ মাদক সম্রাট মোঃ শিপন হোসেন কে আটক করেছে র‍্যাব-৫।


গ্রেফতারকৃতরা হলেন মুন্সিগঞ্জ জেলার মোঃ জয়নাল আবেদীন ছেলে মোঃ শিপন হোসেন ও কুমিল্লা জেলার আব্দুল আলিম কারার ছেলে

মোঃ নাঈম কারার।


গ্রেফতারকৃত আসামী শিপন চিহ্নিত মাদক ব্যবসায়ী সিন্ডিকেটের মূলহোতা এবং মাদক মামলার আসামী। মুলহোতা শিপন কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে তার সহযোগী আসামী নাঈম এর মাধ্যমে দেশের বিভিন্ন এলাকায় পাইকারী বিক্রি করে।


অপরদিকে আরেক অভিযানে জয়পুরহাটের কালাই উপজেলার পশ্চিম নয়াপাড়া এলাকা হইতে ৫০০ পিচ ট্যাপেন্টাডলসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র‍্যাব-৫।


গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোঃ স্বপন ফকির

জয়পুরহাটের কালাই উপজেলার পুনট গ্রামের মোশারফ হোসেনের ছেলে।


সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে বিভিন্ন এলাকায় খুঁচরা ও পাইকারি বিক্রি করতো।


গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী জয়পুরহাট জেলার সদর ও কালাই থানায় একটি মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন।