ডেস্ক রিপোর্টঃ সারা বিশ্ববাসীর জন্য সৌদি আরবের কাবা শরীফ একটি প্রসিদ্ধ স্থান। মুসলমানদের জন্য এটি সবচেয়ে পবিত্র স্থান। মক্কার আশেপাশে অগণিত পাহাড়-পর্বত রয়েছে। এই শহরের স্থপতি ছিলেন ইবরাহিম আল খলিল (আ.)। নিম্নে কাবা শরীফ ও মক্কার বিষয়ে জানা-অজানা বিভিন্ন তথ্য নিয়ে আলোচনা করা হলো:
১. সৌদি আরবের মক্কা প্রদেশের রাজধানী হিসেবে মক্কাকে বিবেচনা করা হয়। মক্কা শহর হেজাজে অবস্থিত।
২. এই শহরের উচ্চতা প্রায় ৯০৯ ফুট এবং এটি সমুদ্রতল থেকে ২৭৭ মিটার উপরে অবস্থিত। মক্কা জেদ্দার কাছাকাছি ৪৩ মাইল বা ৭০ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত।
৩. ২০১২ সালের তথ্যের উপর ভিত্তি করে মক্কায় ২০ লাখের অধিক মানুষ বসবাস করে। কিন্তু হজ্জের সময় এই শহরে অনেক মানুষের সমাগম ঘটে।
৪. ইসলাম ধর্মাবলম্বী মানুষের জন্য মক্কা গুরুত্বপূর্ণ শহরগুলোর মধ্যে অন্যতম হিসেবে বিবেচনা করা হয়। এটা নবীজীর জন্মস্থান হিসেবে পরিচিত। কুরআনের প্রথম উদ্ঘাটনও এখানে হয়েছিল। মক্কা থেকে দূরে মাইল দূরে হেরা গুহায় প্রথম কোরআনের আয়াত নাজিল হয়।
৫. হজ্জ পালন করার জন্য সারা বিশ্বের সকল মুসলমানকে মক্কায় যেতে হয়।
৬. আমরা যখন নামাজ পড়ি, তখন আমাদের কেবলামুখী হতে হয়। অর্থাৎ কাবা শরীফের দিকে মুখ করে আমাদের নামাজ পড়তে হয়।
৭. প্রতি বছর প্রায় এক কোটি ৫০ লাখ মিলিয়ন মুসল্লি এখানে হজ্জ পালন করতে আসে। এখানে শুধু মুসলমানেরা প্রবেশ করতে পারে। কোন ভিন্নধর্মের মানুষ এখানে প্রবেশ করতে পারে না।