কাওছার হামিদ,কিশোরগঞ্জ (নীলফামারী)ঃ নীলফামারীর কিশোরগঞ্জে জমকালো ও বর্ণিল আয়োজনে বাঙালির সর্বজনীন উৎসব বর্ষবরণ তথা পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে। সোমবার এ উপলক্ষে উপজেলা প্রশাসন বর্ণাঢ্য বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা,বাঙালির কৃষ্টিকালচার, লোকজ ঐতিহ্যের মেলা ও লোকজ সংস্কৃতির আয়োজন করেন। জাতীয় সংগীত এসো হে বৈশাখ এসো এসো গান পরিবেশনের মধ্য দিয়ে পহেলা বৈশাখের কার্যক্রম শুরু হয় । পরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বিশাল বহরের শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে কিশোরগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে লোকজ মেলা ও লোকজ সংস্কৃতির অঙ্গনে মিলিত হয়। ইউএনও মৌসুমী হকের নেতৃত্বে এতে বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক সংগঠন,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থী,সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীসহ ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল শ্রেণিপেশার মানুষ মেতে উঠেন প্রাণের বর্ষবরণে। এগিকে ড. আসাদুর রহমান কলেজ নানা কর্মসূচির মাধ্যমে পহেলা বৈশাখ পালন করে। মঙ্গল শোভাযাত্রা ও বর্নাঢ্য র্যালিসহ বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করেন। পরে দুপুর ১২ টায় কলেজের শিক্ষার্থীদের নিয়ে পান্তাভাতের আয়োজন করেন। সেখানে রকমারি খাবারসহ বাঙ্গালি জাতির পুরাতন ঐতিহ্যপান্তাভাত,শুটকি ভর্তা, করলা,পাটশাক ভাজিসহ নানা খাবারের আয়োজন করেন। এ সময় বর্ষবরণ উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে আলোচনা করেন অত্র কলেজের প্রভাষক আব্দুর রাজ্জাক, আনিছুর রহমান প্রামানিক,ওয়াহেদুজ্জামান,নিরঞ্জন রায় নিমু,প্রদর্শক মোশারফ হোসেন,তহমিনা আক্তার,অফিস সহকারি ফরিদুল ইসলাম প্রমূখ।