Friday, 05 December 2025, 03:58 PM

কালাইয়ে সহকারী অধ্যাপককে মারধরের ঘটনায় মানববন্ধন ও প্রতিবাদ...

মোঃ আমজাদ হোসেন: জয়পুরহাটের কালাইয়ে আহলে হাদিস কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও হাতিয়র কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মোঃ সেলিম রেজাকে অতর্কিত হামলার প্রতিবাদে ২৬ সেপ্টেম্বর বাদ জুম্মা তৌহিদী জনতা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে।  


এ সময় মসজিদ মার্কেটের দাতা সদস্য মাহফুজুল হক জনি তালুকদার এর সঞ্চালনায় কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মসজিদের খতীব গোলাম মোস্তফা এর সভাপতিত্বে  বক্তব্য দেন কালাই উপজেলা জামাআতের নায়েবে আমীর অধ্যক্ষ তাইফুল ইসলাম ফিতা, শিরট্রি কলেজের অধ্যক্ষ শাজাহান আলী, কালাই পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল আলিম সরকার, আহম্মেদাবাদ ইউপি বিএনপির আহ্বায়ক তাজ উদ্দিন, কালাই প্রেসক্লাবের সেক্রেটারী এ্যাড. নাফিউৎজ্জামান তালুকদার ডলার, জামাআত নেতা মোজাফফর হোসেন, চান্দাইর মাদ্রাসার সুপার হাফিজার রহমান, ইসলামি ছাত্রসমাজের কেন্দ্রীয় নেতা মো. শামিমসহ বিভিন্ন মসজিদের ইমাম রাজনৈতিক নেতৃবৃন্দ।  


বক্তারা বলেন আলেম-ওলামাদের গায়ে কোন হাত তোলার চেষ্টা করলে আমরা মুসল্লীরা তা প্রতিহত করবো। ভবিষ্যতে কালাইয়ে এ ধরনের ধৃষ্টতা যারা দেখাবে তাদের কে কঠোর হস্তে দমন করা হবে। এসময় উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, শিক্ষক, মুসল্লী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। 


উল্লেখ্য গতকাল সন্ধ্যায় আব্দুল্লাহ আল মাহমুদ ও নূরনবী দুই সহোদর ভাই মাওলানা সেলিম রেজার ওপরে অতর্কিতভাবে হামলা চালালে মার্কেটের দোকান মালিক, মসজিদের মুসল্লী ও স্থানীয়দের মধ্যে উত্তপ্ত বিরাজ করলে কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা আক্তার জাহান ও কালাই থানা অফিসার ইনচার্জ জাহিদ হোসেন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ইমামের ওপরে অতর্কিত হামলার কারনে তাদের উভয়কে ১৫ দিনের কারাদণ্ড দেন কালাই উপজেলা প্রশাসন।

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P