তুষার আহম্মেদ, গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে জেলা বিএনপির সদস্য সচিব ড. চৌধুরী ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য, আপত্তিকর স্লোগান ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে ১ নম্বর ওয়ার্ড পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচি কালিয়াকৈর বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে ফুলবাড়িয়া রোড ও বাজার এলাকা প্রদক্ষিণ করে উপজেলা বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ১ নম্বর ওয়ার্ড পৌর বিএনপির সভাপতি অধ্যাপক আবদুর রশীদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রাজ্জাক সরকার। উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক মাহমুদ সরকার, সদস্য সচিব মহসিন উজ্জামান, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবেদুর রহমান খোকন, ২ নম্বর ওয়ার্ড সভাপতি আব্দুল কদ্দুস খান, ৩ নম্বর ওয়ার্ড সভাপতি ফরহাদ হোসেন, ৫ নম্বর ওয়ার্ড সভাপতি জিয়ারত হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব শাহিনুজ্জামান শাহীন, সাংগঠনিক সম্পাদক আলাল উদ্দিনসহ পৌর বিএনপির বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।বক্তারা অভিযোগ করেন, ড. ইশরাক আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য ও ষড়যন্ত্র করে বিএনপির আন্দোলন ব্যাহত করার চেষ্টা চলছে। তারা এসব কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।