কালিয়াকৈর, গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সিনাবহ বাঙ্গাল জাঙ্গাল এলাকায় এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে এ ঘটনা ঘটে।
নিহতের নাম কায়কোবাদ (৩৫)। তিনি উপজেলার মহিউদ্দিন মিয়ার ছেলে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, কায়কোবাদ বিয়ের পর বাবা-মার থেকে আলাদা হয়ে ওই এলাকায় বসবাস করছিলেন। দীর্ঘদিন ধরে তিনি মাদকাসক্ত ছিলেন। এ কারণে তার স্ত্রী, সন্তান, বাবা-মা ও প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক ভালো ছিল না। প্রায় এক মাস আগে স্ত্রী অভিমান করে বাবার বাড়িতে চলে যান।সোমবার সকালে প্রতিবেশীরা কায়কোবাদের ঘরের সামনে একজোড়া জুতা দেখতে পান। কিন্তু ঘরের দরজা ভেতর থেকে আটকানো ছিল। বিষয়টি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে দরজা ভেঙে ভেতর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, তিনি দুই থেকে তিন দিন আগেই ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।কালিয়াকৈর থানার অপারেশন অফিসার যোবায়ের জানান, “মাদকাসক্ত এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।