সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কামরখন্দ উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী'র ভদ্রঘাট ইউনিয়ন শাখার উদ্যোগে মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ মার্চ) বিকেল ৩ টার দিকে উপজেলার মধ্য ভদ্রঘাট ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ-২ আসনে জামায়াতের মনোনীত প্রার্থী ও সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওঃ জাহিদুল ইসলাম।
এছাড়াও এসময় আরও উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ মাজলিসুল মুফাসসিরীন শাখার সভাপতি মাওঃ রাকিবুল ইসলাম সিরাজী, কামারখন্দ উপজেলার জামায়াতে ইসলামীর আমীর হাফেজ মাও ইউসুফ আলী, ভদ্রঘাট ইউনিয়ন জামায়াতে আমীর আব্দুল মজিদ প্রমুখ।পরে দোয়া অনুষ্ঠিত হয়।