Friday, 05 December 2025, 01:00 PM

কামারপুকুরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত

জয়নাল আবেদীন হিরো, নীলফামারী জেলা প্রতিনিধিঃ গ্রামীণ ঐতিহ্যের এক সময়ের জনপ্রিয় খেলা হা-ডু-ডু এখন অনেকটাই বিলুপ্তির পথে। গ্রামের কাঁচা রাস্তায়, মাঠ, বাগানে বা খোলা স্থানে জমজমাট ও উৎসবমুখর পরিবেশে হতো এ হা-ডু-ডু খেলা। কিন্তু কালের বিবর্তণে সেই খেলা এখন আর দেখা যায় না। তাই জনপ্রিয় এ খেলাটি টিকিয়ে রাখা এবং নতুন প্রজন্মকে উজ্জীবিত করতে নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের আইসঢাল হাজীপাড়া গ্রামের একঝাঁক যুবক আয়োজন করেন এ খেলা ৷ হাজীপাড়া গ্রাম সংলগ্ন ইটভাটা মাঠে অনুষ্ঠিত হয় এই হা-ডু-ডু খেলার প্রতিযোগিতা।


গতকাল বিকেলে আইসঢাল হাজীপাড়া ইয়াং স্টার ক্লাবের আয়োজনে ইটভাটা মাঠে বর্ণাঢ্য আয়োজনে এ হা-ডু-ডু প্রতিযোগিতার খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


নাগরিক জীবনের ব্যস্ততায় হারিয়ে যাওয়া এ ঐতিহ্যবাহী খেলা দেখতে উক্ত খেলার মাঠে জড়ো হয় কয়েক শতাধিক দর্শক ও ক্রীড়া প্রেমী। খেলায় প্রধান রেফারি সাবেক ইউপি চৌকিদার জহির উদ্দীন ও সহকারী রেফারি সাবেক ইউপি সদস্য আনছারুল আলম সরকারের পরিচালনায় খেলায় অংশ নেয় আইসঢাল হাজীপাড়া ইয়াং স্টার ক্লাব ও  কাছারীপাড়া এসপুটিং ক্লাব।


এই সময় খেলায় কাছারীপাড়া এসপুটিং ক্লাবকে ৩৬ পয়েন্টএ পরাজিত করে ইয়াং স্টার ক্লাব চ্যাম্পিয়ন হয়। তাদের পয়েন্ট ছিল যথাক্রমে ৮৮ ও ৫২ ৷


বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক দানবীর খ্যাত আহেদুল হক সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন বিএনপি সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সভাপতি ও সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আব্দুল গফুর সরকার ৷

 

বিশেষ অতিথি ছিলেন সাবেক কামারপুকুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি রেজাউল করিম লোকমান, ৭নং ইউপি সদস্য আব্দুল জলিল,৭,৮,৯ নং মহিলা সদস্যা ছাবিয়া খাতুন,গণঅধিকার পরিষদের সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি মনোয়ার হোসেন,সাধারণ সম্পাদক নুর আলম ভরসা,জামায়াতে ইসলামী সৈয়দপুর উপজেলা শাখার সেক্রেটারি মাজাহারুল ইসলাম,সড়ক সম্পাদক ট্রাক শ্রমিক ইউনিয়ন ও সমাজসেবক মমিনুর রহমান,সৈয়দপুর উপজেলা কৃষকদলের সভাপতি মনির হোসেন সরকার ৷


অনুষ্ঠানের খাবি দায়িত্বে ছিলেন, সাবেক ৭নং ইউপি সদস্য আনছারুল আলম সরকার,মহিদুল ইসলাম,জয়নুল আবেদীন,সোহাগ আহম্মেদ, সাংবাদিক জয়নাল আবেদীন হিরো,ওয়ালিউর রহমান,আলম,রনি,কালুয়া প্রমুখ ৷ তাদের মধ্যে উল্লেখযোগ্য ভূমিকা ছিল জলিল মেম্বারের বেটা মহিদুল ইসলাম ও জয়নুল আবেদীন এবং ওয়ালিউর রহমানের ৷


উৎসুক জনতা ও ক্রিয়াপ্রেমীরা হা-ডু-ডু খেলার মাধ্যমে আনন্দ দেওয়ায় আয়োজনকারীদের সাধুবাদ জানিয়েছেন ৷


// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P