Sunday, 22 December 2024, 08:02 AM

কারিনা এক শর্তে বিয়ে করেছেন সাইফকে

বিডি নীয়ালা নিউজ(৯ই মার্চ১৬)-বিনোদন ডেস্কঃ বিয়ের আগে বেশ কয়েক বছর চুটিয়ে প্রেম করেছেন বলিউড তারকা সাইফ আলি খান ও কারিনা কাপুর খান।


২০১২ সালের ১৬ অক্টোবর বিয়ের বন্ধনে জড়ান দু’জনে। কিন্তু বিয়েতে এক শর্তে রাজি হয়েছিলেন বেবো।


কারিনার শর্ত ছিলো, সারাজীবন তিনি কাজ করবেন এবং তাকে সমর্থন জানাতে হবে সাইফকেও। নিজের আগামী ছবি আর. বালকি পরিচালিত ‘কি অ্যান্ড কা’য় কর্মজীবী নারীর চরিত্রে দেখা যাবে ৩৫ বছর বয়সী এই অভিনেত্রীকে। স্বামী-স্ত্রী ভূমিকা বদল নিয়েই এ ছবি। এতে ঘরজামাই চরিত্রে আছেন অর্জুন কাপুর। স্ত্রী অফিসে আর তিনি রান্নাবান্না থেকে শুরু করে ঘরের সব কাজকর্ম দেখাশোনা করেন।


আন্তর্জাতিক নারী দিবসে মুম্বাইয়ে ছবিটির প্রচারণামূলক অনুষ্ঠানে কারিনা বলেন, ‘মাদার আর্থ ও মাদার ম্যারির মতো নারীদের ভাবুন। তাদের কর্মশক্তি আছে। তাদের অতিরিক্ত স্পৃহা আছে, এজন্য তারা একাধিক কাজ করতে পারেন।’


কারিনা আরও বলেন, ‘আজ আমি একজন স্ত্রী। সারাজীবন কাজ করে রোজগার করতে চাই। আমার স্বামীও আমাকে সহযোগিতা করবে। এই একটি শর্তে আমি সাইফকে বিয়ে করেছি।’


ছবিটি মুক্তি পাবে ১ই এপ্রিল ।