তোমাকেই ভালোবাসবো
……………….আবুল কালাম আজাদ
তোমার তপ্ত নিঃশ্বাসে আবেশে সৃষ্টির শুরুতে পৌঁছি বারবার !
ওখানে সূর্য উঁকি দিত নিত্য ,
জ্বলজ্বল জ্বলছে যা এখনো !
তৃষ্ণা তাড়ানো জল কলকল চলে,
হলাহলও মনে হয় মধুময় বন্ধু তোমারই পরশে !
বিভীষিকা সেখানে ক্লান্ত হয়,
জীবনের যবনিকা শ্রান্ত হয়,
ভ্রান্ত অশান্ত মন নিরাশাঘোরে নিকষ আঁধারে
পায় নতুন দিশা তোমার ভালোবাসা আদরে !
তাই এতো ভালোবাসি তোমাকে,
আমাদের এই প্রেমই শ্বাসত !
বিশ্বাস পুষে আছি পাবো একদিন,
আশ্বাস দাও ওগো বন্ধু !
হাজার বছর ধরে পথ হেঁটে যাবো,
মেরুতে মেরুতে যেতে করবো না ভয়,
নীল নীলিমার কোলে মেঘের ভেলায়,
অথবা সাগরতলে জলের খেলায়,
থাকবে না কোথাও একটুও জরা,
পরাভূত হবে মহাসিন্ধু !
তোমার প্রেমে হয় আলোকিত পথ,
ঈশান বিষানো কোণ,
ঘোর নৈঋৎ, দুর্গম গিরিখাত,
বন আমাজনে আলোয় আলোয় হবে প্রেমের খেলা,
খলনায়কের সব বিষ কালো দাঁত,
ধ্বংস ঝিলিক জ্বলা বজ্রপাতে একটা একটা করে তুলবো ।
মরুঝড় ঝঞ্ঝায় আলোড়ন ঘটলেও তোমাকেই আমরণ ভালোবাসবো।
উপেক্ষা বুঝলেও অপেক্ষা আমার,
তোমাতে বিলীন হোক সব কামনার,
দাও না বন্ধু কিছু ইঙ্গিত ! কল্পকথার কোনো গল্প তো নয়,
তোমাকে ভাবলে মন আলোকিত হয় ,
দোলে মনে নানা সুর সঙ্গীত !
বাজাবো বন্ধু আমি মরণ সানাই,
দুর্জন দুরাচারে কোনো ভয় নাই,
মনের অলিন্দে তুমি সাহসী শিখা,
ক্লান্তি-শ্রান্তিহারা পরাক্রান্ত ;
ওগো প্রিয় প্রাণাধিক সারথি আমার,
জীবনের সবটুকু আরতি আমার তোমাকে দেবো বলে
প্রতি দিবাযামি বাধার পাহাড় ঠেলে ছুটে যেতে চাই পৃথিবীর সব শেষ প্রান্তে ।
ভালোবাসি এই আমি তোমাকে ওগো চিরদিনই তোমাকে ভালোবাসবো।